ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৩১

শনাক্ত ৫ লাখ ৩০ হাজার ছাড়ালো

সিলেট সমাচার

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মারা গেলেন সাত হাজার ৯৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩০ হাজার ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৭৪ জন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। 

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৭৯৭টি, পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৬১টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ১৫ হাজার ৪২৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৫৭ হাজার ৭৮৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৫৭ হাজার ৬৪৪টি।

দেশে বর্তমানে ২০০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে ১১৬টি, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার তিন দশমিক ৯৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক শূন্য আট শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩৭ জন, আর নারী এক হাজার ৯২৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৮ শতাংশ এবং নারী ২৪ দশমিক ২২ শতাংশ।

বয়স বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।

এদের মধ্যে হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও ‍খুলনা বিভাগের আছেন একজন করে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬০২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৬২ জন, চট্টগ্রাম বিভাগের ১২৬ জন, রংপুর বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ৫৯ জন, বরিশাল বিভাগের ২৪ জন, রাজশাহী বিভাগের ৪৭ জন, সিলেট বিভাগের ৪৭ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৬২ জন, ছাড়া পেয়েছেন ৫২১ জন। এখন পর্যন্ত যুক্ত হয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৫৬৩ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৭৮ হাজার ৪০১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৬ হাজার ১৬২ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮১ জন, ছাড়া পেয়েছেন ২৫৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৩৭ জন, ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৫৯০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৮৪৭ জন।

সিলেট সমাচার
সিলেট সমাচার