• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
৪৭

সরকারের সফলতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সরকার। বর্তমান সরকারের আমলে দেশের বাস্তবায়িত উন্নয়ন চিত্রের দিকে তাকালেই তা পরিস্কার হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার এবং আওয়ামী লীগের এ সফলতার নায়ক জননেত্রী শেখ হাসিনা। একটি মহল দেশ ও সরকারের এমন সফলতা মেনে নিতে চায় না। তারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক। দেশের পরিবর্তন হওয়া বা আধুনিক শিক্ষা ব্যবস্থার পথপ্রদর্শক আওয়ামী লীগ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবিচল নেতৃত্বই দেশের শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে।একজন নির্লোভ, নিরহংকার প্রধানমন্ত্রীর কারণেই এ দেশে অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক রচিত হচ্ছে। এই জনপদের দিকে তাকান, দেখুন এমন কোন সেক্টর আছে যেখানে আওয়ামী লীগের উন্নয়ন নেই। গোয়াইনঘাটের এমন কোন এলাকা নেই, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করিনি।তিনি সরকারের সফলতা ঘরে ঘরে পৌঁছে দিতে সকলের প্রতি আহবান জানান।

মন্ত্রী ইমরান আরও বলেন, একটি বিদ্যালয়ের ৫০ বছর বারবার আসে না।পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়ের জন্য আজকের দিনটি স্মরণীয় ও গর্বের।বিদ্যালয়টি থেকে হাজার হাজার কৃতি শিক্ষার্থী বের হয়েছে।যাদের অনেকে আজকে দেশ বিদেশে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন।এ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরাও তাদের অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন।

‘প্রাণের টানে প্রিয় অঙ্গনে, এসো মিলি স্মৃতির বন্ধনে’ এই স্লোগানে গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মো.মজিবুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. মহিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফারুক আহমেদ, গোয়ানঘাটের সহকারি কমিশনার (ভুমি) তানভীর হোসেন,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো.ফজলুল হক, সিলেটর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম আহমদ, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওসমান গনি, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল প্রমুখ।

পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী,বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার