• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
২৭

সিলেটের খাদিমনগরের ৫নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত !

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো.মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদিরের রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন।

জানা যায়, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পদপ্রার্থী মো. মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদির মনোনয়ন পত্র প্রথমে উপজেলা নির্বাচন অফিসার বাতিল ঘোষণা করেন। বাতিলের বিরুদ্ধে সিলেট জেলা নির্বাচন অফিসে আপিল করেন। সেখানেও তাদের আপিল খারিজ করা হয়। পরে তারা ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে যান।

মো.মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদির উভয় ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আব্দুল কাদির বিগত ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছিলেন।গত নির্বাচনে তিনি অল্প ভোটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে হেরে যান।

গত ২৬ জানুয়ারি ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।পরে মেম্বার পদপ্রার্থী মুক্তার হোসেন ও আব্দুল কাদির মনোনয়ন পত্র সংগ্রহ করে ভোটার তালিকা প্রিন্ট করে দেখতে পান তাদের ভোট ৫নং ওয়ার্ডে নেই। পরে খবর নিয়ে জানতে পারেন তাদের দুজনের ভোট ৬নং ওয়ার্ডে। ষড়যন্ত্র করে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে খাদিমনগর ইউনিয়নে ব্যাপক সমালোচনা হয়েছে। এ নিয়ে মানববন্ধনসহ প্রতিবাদ সভা সমাবেশ করা হয়েছে।

এব্যাপারে সাধারণ সদস্য পদপ্রার্থী মুক্তার হোসেনে জানান, আমরা সাধারণ সদস্য পদপ্রার্থী ২ জনের ভোট ভোটার তালিকা থেকে আমাদের অজান্তে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে ৫নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ডে স্থানান্তর করা করেছে।

ষড়যন্ত্রকারীরা চেয়েছিল আমরা যাতে করে নির্বাচনে অংশ নিতে না পারি।তাই এমনটা করা হয়েছে।ন্যায় বিচার পাওয়ার আশায় আমরা উচ্চ আদালতের দারস্থ হয়েছি। আশা করি আমরা এখানে ন্যায় বিচার পাব।

এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন রিটানিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

সিলেট সমাচার
সিলেট সমাচার