সিলেট বিভাগে এখনো সম্ভব হয়নি মাধ্যমিকের শতভাগ বই বিতরণ
সিলেট সমাচার
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩

নতুন শিক্ষাবর্ষের একমাস পার হতে চলছে। কিন্তু সিলেট বিভাগে মাধ্যমিকে এখনো শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি। ফলে বই ছাড়াই শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। তবে কর্মকর্তারা বলেছেন, জানুয়ারি মাসের মধ্যে মাধ্যমিক স্তরে শতভাগ বই পৌঁছে যাবে।
সিলেট বিভাগে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্কুল (ইংরেজি ও বাংলা ভার্সন), দাখিল মাদ্রাসা, কারিগরি বোর্ড ও ইবতেদ্বায়ি ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১২ লক্ষাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বিতরণের জন্য ১ কোটি ৫৮ লক্ষাধিক কপি বইয়ের চাহিদা। কিন্তু ১৭ জানুয়ারি পর্যন্ত সরবরাহ হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ ২০ হাজার কপি বই। যা চাহিদার ৮০ শতাংশ বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস। এ হিসেবে এখনো বাকি ৩১ লাখ ৮০ হাজার কপি বই। তবে বাস্তবে মাধ্যমিকে বই সরবরাহ ৭০ শতাংশের বেশি হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সিলেট বিভাগীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অফিস সূত্র জানিয়েছে, প্রতিদিনই বিভিন্ন উপজেলায় বই আসছে। চলতি মাসের মধ্যে শতভাগ বই স্কুল-মাদ্রাসায় পৌঁছে যাবে। ইতোমধ্যে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৮০ ভাগের ওপর বই শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়ে গেছে। পুরনো কারিকুলামে প্রায় শতভাগ বই চলে এসেছে। নতুন কারিকুলামের ক্ষেত্রে বই আসতে দেরি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাধ্যমিকের ক্ষেত্রে সিলেট বিভাগের একমাত্র সিলেট জেলায় ৯০ ভাগের উপরে বই পৌঁছানো হলেও অন্যান্য জেলায় ৭৫ থেকে ৮০ ভাগ বই পৌঁছেছে। কোন কোন জেলায় বই প্রাপ্তির সংখ্যা ৬০ ভাগের মধ্যেও রয়ে গেছে।
সূত্র জানায়, সিলেট জেলায় মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা, ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) ও কারিগরি শিক্ষা মিলে ৫৯ লাখ ৫৮ হাজার ১৪৪ কপি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে ১৯ জানুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ২৫ হাজার ৭৫৩ কপি অর্থাৎ ৯১ শতাংশ বই পৌঁছানো সম্ভব হয়েছে। এক্ষেত্রে জেলায় ইবতেদ্বায়ি ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শতভাগ বই বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সুনামগঞ্জে মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা, ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) ও কারিগরি শিক্ষা মিলে ৩১ লাখ ৩৬ হাজার ৯২৮ কপি বইয়ের চাহিদা। গত ১৯ জানুয়ারি পর্যন্ত প্রাপ্তি ১৭ লাখ ৯৫ হাজার ৮৭১ কপি। এক্ষেত্রে একমাত্র ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) শতভাগ বই বিতরণ করা হয়। যদিও জেলা শিক্ষা অফিস জানিয়েছে প্রতিদিনই উপজেলায় বই আসছে। রবিবার পর্যন্ত বইয়ের প্রাপ্তি ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। সপ্তাহে একবার বইয়ের প্রাপ্তির হিসাব নেয়া তাই দৈনিক প্রাপ্তির তথ্য জেলা অফিসে নেই।
জেলা শিক্ষা অফিস সূত্র আরও জানিয়েছে, মাধ্যমিক স্কুলে ২২ লাখ ৪৩ হাজার ১৬৬ কপি বইয়ের বিপরীতে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত পৌঁছেছে ১১ লাখ ৯৬ হাজার ১৫৫ কপি। ইবতেদ্বায়ি ১ম থেকে ৫ম শ্রেণীতে ৩ লাখ ৯ হাজার ১৪২ কপি বইয়ের পুরো সংখ্যা অর্থাৎ শতভাগ পৌঁছানো হয়েছে। মাদ্রাসা ৫ লাখ ৮৪ হাজার ৬২০ কপি বইয়ের চাহিদার বিপরীতে প্রাপ্তি ২ লাখ ৯০ হাজার ৫৭৪ কপি। তবে রবিবার পর্যন্ত উপজেলার হিসেবে প্রাপ্তির সংখ্যা ৮০ শতাংশ জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ।
হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা, ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) ও কারিগরি শিক্ষা মিলে ৩১ লাখ ২ হাজার ৬৭৯ কপি বইয়ের বিপরীতে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্তি ২৫ লাখ ২ হাজার ৬৪৯ কপি। যা চাহিদার ৮১ শতাংশ। তবে একমাত্র ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়েছে।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা, ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) ও কারিগরি শিক্ষা মিলে ৩৬ লাখ ৫৭ হাজার ৭৬২ কপি বইয়ের চাহিদা রয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পর্যন্ত ২০ লাখ ৭৭ হাজার ৪৪২ কপি অর্থাৎ চাহিদার ৫৭ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। যদিও রবিবার পর্যন্ত সেই সংখ্যা কিছুটা বৃদ্ধির কথা রয়েছে।
সিলেট জেলা শিক্ষা অফিস সূত্র আরও জানিয়েছে, মাধ্যমিক স্তরে ২৬ লাখ ৭০ হাজার ১৩২ কপির চাহিদার বিপরীতে প্রাপ্তি ১৩ লাখ ২২ হাজার ২৭৭ কপি অর্থাৎ ৫০ শতাংশ। দাখিল স্তরে ৫ লাখ ৮৩ হাজার ৭৬০ কপি বইয়ের চাহিদার বিপরীতে প্রাপ্তি ৪ লাখ ১ হাজার ৮৮৫ কপি অর্থাৎ ৬৯ শতাংশ। ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) স্তরে ৩ লাখ ৩৯ হাজার ২০০ কপি অর্থাৎ শতভাগ বই সরবরাহ করা হয়েছে। ইংরেজী ভার্সন স্কুলে ২ হাজার ৮৮০ কপি অর্থাৎ শতভাগ বই পৌঁছানো হয়েছে। এসএসসি ভোকেশনালের ক্ষেত্রে ৪৮ হাজার ৯৮০ কপির চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে ৩ হাজার ৮২০ কপি যা চাহিদার মাত্র ৮ শতাংশ। দাখিল ভোকেশনালে ৭০০ কপি চাহিদার শতভাগ সরবরাহ করা হয়েছে। কারিগরি ট্রেড স্তরে ১২ হাজার ২০ কপি বইয়ের চাহিদার বিপরীতে সরবরাহ ৬ হাজার ৬৮০ কপি যা চাহিদার ৫৬ শতাংশ।
সিলেট বিভাগীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিস (মাউশি) এর আঞ্চলিক উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, মাধ্যমিক স্তরের বই প্রতিদিনই আসছে। তাই প্রাপ্তির সংখ্যাটা প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। আমাদের কাছে তথ্য আছে অধিকাংশ জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ বই চলে এসেছে। ইতোমধ্যে ইবতেদ্বায়ি (১ম থেকে ৫ম) স্তরে সব জেলায় শতভাগ বই সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, পুরাতন কারিকুলামের শিক্ষার্থীদের ক্ষেত্রে তেমন সমস্যা নেই। তবে নতুন কারিকুলামের শিক্ষার্থীদের বই নিয়ে সঙ্কটটা বেশি। এই সমস্যা শুধু সিলেট নয়, সারাদেশেই বিদ্যমান রয়েছে। জানুয়ারি মাসের মধ্যে মাধ্যমিক স্তরে শতভাগ বই পৌঁছে যাবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

- চূড়ান্ত ভর্তির পরও শাবিতে ১৪৪ আসন খালি
- পাওনাদারের ঘুসিতে ফল বিক্রেতার মৃত্যু
- সিলেট মহানগর বিএনপি`র প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
- জৈন্তাপুর মডেল থানার নতুন ওসি ওমর ফারুক
- আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী
- এই সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে: স্পিকার
- হবিগঞ্জে দুদকের মামলায় ৩ কর্মকর্তা-কর্মচারী কারাগারে
- ওসমানীনগরে শফিক চৌধুরী’র শীতবস্ত্র বিতরণ
- শাবিপ্রবিতে শূন্য আসন পূরণে ফের ডাকা হবে শিক্ষার্থী
- ‘কোহলির সঙ্গে বাবরের তুলনা অন্যায়’
- জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করা হবে: খন্দকার মুক্তাদির
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পাচ্ছেন যারা
- সিলেটে ভারতীয় চোরাই চিনিসহ কারবারি গ্রেফতার
- ডাক ও টেলিযোগাযোগ পদক পেলো ফিফোটেক
- তাহিরপুরে শীতার্ত মানুষের পাশে অ্যাড. রনজিত সরকার
- শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন : তিন প্যানেলের প্রার্থী যার
- সাধারণ পায়ের ব্যথাও হতে পারে ক্যানসারের লক্ষণ
- বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরের নেতা সায়েক’কে সংবর্ধনা
- মায়ের নাম লেখার স্বীকৃতি: দরকার সন্তানের পূর্ণ অধিকারের আইন
- জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণা না করলে আন্দোলন হুঁশিয়ারি
- ইভিএম মূল্যায়নে ২০ লাখ টাকাও দিলো না পরিকল্পনা মন্ত্রণালয়
- ‘দুঃখ প্রকাশ’ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী !
- শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন আগামী মঙ্গলবার
- মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ
- আওয়ামী লীগ কখনো পালায় না
- নিপাহ ভাইরাসে মারা গেছেন ৫ জন, আক্রান্ত ৮: স্বাস্থ্যমন্ত্রী
- মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
- বাংলার মানুষের কথা ভেবেই দেশে এসেছি, পালাতে নয়: প্রধানমন্ত্রী
- বিশ্ব কুষ্ঠ দিবসে সিভিল সার্জন সিলেটের র্যালি অনুষ্ঠিত
- মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ
- জোড়া লেগেছে সম্পর্ক, পরীর কথা শুনছেন রাজ
- আবারও পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
- দক্ষিণ সুরমায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জগন্নাথপুরে কথামৃত পাঠচক্রের ৯ম বর্ষপূর্তি উৎসব পালিত
- ৬১০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে দুই পর্যটকবাহী জাহাজ
- বিগ ব্যাশে জাম্পার ‘মানকাড’, আম্পায়ার দেননি আউট
- নতুন নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট
- গলা ব্যথা সারানোর কার্যকরী ৫ ঘরোয়া উপায়
- বাসর ঘর থেকে যা বললেন পূজা
- খাঁটি গুড় চেনার উপায়গুলো জেনে নিন
- বঙ্গবন্ধু সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন
- পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৪ কোটি ১৮ লাখ টাকা
- হিমশীতল রাতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া
- সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু প্রকল্পের কাজ শুরু হবে শিগগিরই
- সাড়ে ছয় বছরের চুক্তিতে নটিংহ্যামে ব্রাজিলিয়ান তারকা
- টুইটারে লেখা যাবে বড় স্ট্যাটাস
- অক্ষয় বিয়ের তুলনা করলেন মৃত্যুকূপের সঙ্গে!
- ইরানে আরও ৩ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড
- শীতে স্বাস্থ্যের জন্য আশীর্বাদ ভেষজ চা
- সকার ক্লাব সুনামগঞ্জের নতুন কমিটি গঠন
