• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মিথিলাকে নতুন রূপে তুলে ধরবে ‘মেঘলা’ শত বর্ষ পরে বই ফেরত এলো গ্রন্থাগারে বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি! বিদেশ থেকে সোনা আনতে খরচ বাড়ছে
১১৩

বন্যায় চরম ক্ষতিতে বিশ্বনাথের রেলপথ, তছনছ পাকা সড়ক-ব্রিজ-কালভার্ট

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২  

এবারের সর্বনাশা বন্যায় সিলেটের বিশ্বনাথে মানুষের ঘরবাড়ি ও মাছের খামারের পাশাপাশি  তছনছ হয়েছে ২৪৫ কিলোমিটার এলজিইডির পাকা সড়ক আর ৬০টি ব্রিজ কালভার্ট। এছাড়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। এতে প্রায় অচল হয়ে পড়েছে বিশ্বনাথের যোগাযোগ ব্যবস্থা।

বন্যায় বিশ্বনাথের গ্রামীণ সড়কসহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তার উপর ছিল ৪-৫ ফুট পানি। কিছু সড়কে তা কোমর পানিও ছাড়িয়ে যায়। এতে উপজেলার প্রায় সব সড়কই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

লামাকাজী, খাজাঞ্চি, অলংকারি, রামপাশা, দৌলতপুর, দশঘর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের সব গ্রামীণ সড়ক ও ব্রিজ কালভার্টের অবস্থা খুবই নাজুক। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

এছাড়া উঁচু রেলপথকেও লণ্ডভণ্ড করে দিয়েছে বন্যা। রেলপথের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে গেছে। স্রোতে মাটি সরে যাওয়ায় রেললাইন কোথাও কোথাও দেবে গেছে।

এ ব্যাপারে সিলেটের রেল প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রেলপথের। পানি কমলে ক্ষতির পরিমাণ নির্নয় করা হবে।

উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানান, এবারের বন্যায় উপজেলার প্রায় ১০০টি পাকা সড়কের ২৪৫ কিলোমিটার ও ৬০টি ব্রিজ-কালভার্টের চরম ক্ষতি হয়েছে। এগুলোর তালিকা পাঠানো হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার