‘মদপানের পর অসুস্থ হয় বান্ধবী, বাসায় নিয়ে ধর্ষণ করেন মর্তুজা’
সিলেট সমাচার
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২

মোবাইল চার্জার ক্রয়ের জন্য আসামি মর্তুজা তার ভুক্তভোগী বান্ধবীকে নিয়ে বের হন। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী রেস্টুরেন্টে নিয়ে তাকে অতিরিক্ত মদপান করান। অসুস্থ হলে মর্তুজা তার বান্ধবী তাফসীরের বাসায় নিয়ে যান ভুক্তভোগী বান্ধবীকে। যেখানে তারা একসঙ্গে রাত্রিযাপন করেন এবং মর্তুজা তার ভুক্তভোগী বান্ধবীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় করা মামলার অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাজেদুল হক।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ২৭ জনকে সাক্ষী করে ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছি। তবে একজন মারা যাওয়ায় তাকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখিত আসামিরা হলেন- মর্তুজা রায়হান চৌধুরী, মোসা. নুহাত আলম তাফসীর, ফারজানা জামান নেহা, শাফায়েত জামিল, মো. রিয়াজ উদ্দিন ও নুরুল আমিন। এছাড়া মারা যাওয়ায় আসামি আরাফাত হোসাইনকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীসহ আসামিরা প্রায় একসঙ্গে চলাফেরা করতেন-
আসামি মর্তুজা, তাফসীর এবং মামলার ভুক্তভোগী মোহাম্মদপুর ইউল্যাব ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। এর আগে, আসামি আরাফাত ও ভুক্তভোগী তরুণী ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতেন। আসামি আরাফাত ও সাফায়েত ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখার সুবাধে দুজনের বন্ধুত্ব হয়। আসামি নেহা ও সাফায়েত তেজগাঁও মনিপুরী পাড়ায় একই ফ্ল্যাটে বসবাসের মাধ্যমে পরিচয় হয়। ভুক্তভোগী শিক্ষার্থী ও মামলার আসামিরা একে অপরের পরিচিত এবং তারা প্রায় সময় একসাথে চলাফেরা করতেন।
পরিকল্পনা অনুযায়ী হয় পার্টির আয়োজন-
২০২১ সালের ২৮ জানুয়ারি মোবাইল চার্জার ক্রয়ের জন্য আসামি মর্তুজা ভুক্তভোগী তরুণীকে মিরপুর মডেল থানাধীন বারেক মোল্লা মোড় থেকে স্কুটারে করে মোতালেব প্লাজায় নিয়ে যান। সেখান থেকে তারা দুজন মিলে আসামি আরাফাতের বাসায় চলে যান। বাসায় নিচে স্কুটার রেখে উত্তরা বাম্বুসুট রেস্টুরেন্টে যাওয়ার জন্য উবারে উঠেন আরাফাতসহ তিনজন। এ সময় আরাফাত মদের বিষয়ে আসামি রিয়াজের সঙ্গে কথাবার্তা বলেন। পরিকল্পনা মতে রেস্টুরেন্টে আসামি মর্তুজা, আরাফাত, নেহা ও সাফায়েত পার্টির আয়োজন করেন। সেখানে আসামি নুরুল আমিন মদ পৌঁছে দেন। এরপর ভুক্তভোগী তরুণী, মর্তুজা ও আরাফাত রেস্টুরেন্টে বসে বিভিন্ন খাবার অর্ডার করেন। খাবারের পর পরিকল্পনা অনুযায়ী তাদের সংগ্রহ করা দুই বোতল মদ ভুক্তভোগী তরুণীসহ অন্যরা পান করেন।
অতিরিক্ত মদপানের পর বান্ধবীর বাসায় নিয়ে যান মর্তুজা-
ভুক্তভোগী শিক্ষার্থীকে আসামিদের দেওয়া অতিরিক্ত মদপান করার পর অস্বস্তি বোধ করলে সবাই মদপান বন্ধ করে দেয়। আসামি নেহা ও সাফায়েত রেস্টুরেন্টে থেকে চলে যায়। এরপর ভুক্তভোগী তরুণী, মর্তুজা ও আরাফাত উবারে করে মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। গুলশানে আরাফাত নেমে যায়। এরপর মর্তুজা ভুক্তভোগী তরুণীকে নিয়ে তার বান্ধবী তাফসীরের বাসায় ওঠেন। ঐ বাসায় মর্তুজা ও ভুক্তভোগী তরুণী একসঙ্গে রাত্রিযাপন করেন। এ সময় আসামি মর্তুজা ভুক্তভোগী তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী তরুণী একাধিকবার বমি করে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তার বন্ধু আসিফকে ফোন দিয়ে অসুস্থতার কথা জানান। সকালে আসিফ তাকে দেখতে যায়। ঐদিন রাতে আবারো বেশি অসুস্থতার কথা আসিফকে জানান। এ সময় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী তরুণী মারা যান। ঐদিন রাজধানীর মোহাম্মদপুর থানায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে চার জনসহ অজ্ঞাত আরো একজনের নামে মামলা করেন।
যে ধারায় যে অভিযোগ পত্র দেওয়া হয়েছে-
আসামি মর্তুজা রায়হান চৌধুরী- ভুক্তভোগী তরুণীকে পার্টি সেন্টারে নিয়ে গিয়ে তার সংগৃহীত মদ অতিরিক্ত মাত্রায় পান করানো এবং ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) তৎসহ পেনাল কোড আইনের ৩০৪ ধারায় অপরাধ সত্য বলে প্রমাণিত হয়।
আসামি নুহাত আলম তাফসীর- বাসায় আসামি মর্তুজা ও ভুক্তভোগী তরুণীকে থাকার ব্যবস্থা এবং ধর্ষণের সুযোগ করে দেওয়ায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ ধারায় অপরাধ সত্য বলে প্রমাণিত হয়।
আসামি আরাফাত, ফারজানা ও সাফায়েত-
আরাফাত (মৃত), নেহা এবং আসামি সাফায়েত পার্টির আযোজন করে তাদের দেওয়া মদ অতিরিক্ত মাত্রায় পান করানোর ফলে ভুক্তভোগী তরুণী মৃত্যু বরণ করায় পেনাল কোড আইনের ৩০৪ ধারায় অপরাধ সত্য বলে প্রমাণিত হয়।
আসামি রিয়াজ ও নুরুল আমিন-
রিয়াজ ও নুরুল আমিন ক্ষতিকর মদ সরবরাহ ও বহন করে। এ সংগৃহীত মদপান করে ভুক্তভোগী মৃত্যুবরণ করায় পেনাল কোড আইনের ৩০৪ ধারায় অপরাধ সত্য বলে প্রমাণিত হয়।
আসামি আরাফাত- আরাফাত মৃত্যুবরণ করায় তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, মেয়ে মারা যাওয়ার পর এখনো স্বাভাবিক হতে পারিনি। আমার একটায় চাওয়া এখন, সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়।

- হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
- পুলিশ-জনতা এক হলে অপরাধ নির্মূল সম্ভব: সিএমপি কমিশনার
- ‘তিন ফরম্যাটেই এক নম্বর হবেন বাবর’
- ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান জেলেনস্কি
- বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক ১৯ জুন: পররাষ্ট্রমন্ত্রী
- ফিচার ফোনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্যামসাং
- মুমিনুলকে অধিনায়কত্ব ছাড়তে বললেন সুজন
- ছাতা মাথায় নিয়ে মাছ শিকার করে যে পাখি!
- দেশের সর্বোচ্চ গিনেস রেকর্ডধারী কনক কর্মকার
- রহস্যময় যে গ্রামের কেউই পরে না জুতা
- নবজাতকের নাম রেখেই লাখ লাখ টাকা ইনকাম
- পুরুষ সেজে চাচিকে নিয়ে পালালো তরুণী, প্রেম ও বিয়ের পর হইচই
- মিয়া খলিফার ফিটনেসে মুগ্ধ নেটদুনিয়া
- বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস আজ
- বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু
- ইউক্রেনের ক্ষতি ৬০০ বিলিয়ন ডলার
- মূল্যবৃদ্ধির বিক্ষোভ শুরুর আগেই ভর্তুকি ঘোষণা পাকিস্তানে
- ২৬ মাস পর কলকাতা থেকে দেশে ঢুকল বন্ধন এক্সপ্রেস
- এমন স্লোগান তাদের ঘাতক চরিত্রের পরিচয়: কাদের
- স্বর্ণ পাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’
- ২২ আরোহী নিয়ে মধ্য আকাশে নিখোঁজ নেপালের বিমান
- টয়লেট পেপারের ব্যবহার বন্ধ করে লাখ টাকা সাশ্রয় তিন সন্তানের মায়ের
- সংঘাত না, আমরা উন্নতি চাই : প্রধানমন্ত্রী
- শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়
- ‘মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করলে কি কুমারীত্ব হারানোর ঝুঁকি থাকে?
- ৪০ পেরিয়েও এখনো পুরুষের ঘুম কাড়ছেন বলিউডের যে ৫ নায়িকা!
- রাজস্থানের দ্বিতীয় নাকি গুজরাটের প্রথম?
- বিষন্নতা কাটিয়ে উঠেন কীভাবে, জানালেন ক্যাটরিনা
- যেসব লক্ষণে বুঝবেন থাইরয়েড, কী করবেন?
- ব্যথায় গরম পানির সেঁক দেওয়া কি ঠিক?
- বিএনপির ইফতারে অমুসলিম নেতাদেরও গরুর আখনি পরিবেশন, ক্ষোভ
- ৬৪ জেলার বিখ্যাত সব খাবার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, ৪১ হাজার উত্তীর্ণ
- ৪৫ হাজার শিক্ষক নিয়োগ: দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু
- ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এপ্রিলে
- প্রানের শহর সিলেটে সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাজা সম্পন্ন
- ৬ বছরে সিলেটে ব্যাংক ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা
- কারাগারে বন্দিদের ঈদে বিশেষ খাবার
- সেই দুই ভাইয়ের কাছে মিষ্টি চেয়েছেন প্রধানমন্ত্রী
- চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার
- ঈদে ভিজিএফের চাল পেলেন হবিগঞ্জের লক্ষাধিক মানুষ
- শেখ হাসিনার হাত ধরে শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে’
- সময়ের আগেই পুরোদমে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দর
- ওরা পেল র্যাবের ঈদ উপহার
- যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়
- শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, ঈদের আনন্দ ভেসে গেল নদীতে
- এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ
- রাশিয়ার সেনাদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি
- ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র থাকবে’
- ডেমরায় র্যাবের অভিযানে ৩ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
