ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৯

সিলেটে ন্যায্যমূল্যের দোকানে ক্রেতাদের ভিড়

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

সিলেট ন্যায্যমূল্যের দোকানে নিত্যপ্রয়োজনী পণ্য সামগ্রী কিনতে প্রতিদিন সকাল থেকে ভিড় বাড়ছে ভোক্তা সাধারণের। প্রথম রমজান থেকে শুরু হওয়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ১১টা থেকে ন্যায্যমূল্যের দোকোনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় ক্রেতাদের। তাদের উদ্দেশ্য-খাদ্যপণ্য কিনতে বাড়তি ব্যয় কমানো। নিম্নবিত্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন কম দামে পণ্য কিনতে। কম দামে পণ্য কিনতে পেরে দেখা যায় ক্রেতাদের মুখে হাসির ঝিলিক। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্যের মজুত শেষ হওয়ায় অনেকে ফিরেছেন খালি হাতে।

 

ভোক্তাসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রথম রমজানে জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সহযোগীতায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে আলিয়া মাদ্রাসা মাঠে দোকানটির উদ্বোধন করেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

সরেজমিনে নগরীর চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সেই দোকানে গিয়ে দেখা যায় ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ, ২৫ টাকায় আলু ও ডাল ৯৫, ছোলা ৯০ টাকা, তেল ১২৫ টাকা, আদা ১৫০ টাকা ও রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারাও।

 

বাজারে নিত্যপণ্যের দামের চাইতে কম দামে এখানে বিক্রি হওয়ায় সব শ্রেণির মানুষের ভিড় লেগে থাকে। প্রতিদিন দুই-তিন ট্রাক নিত্যপণ্য সরবরাহ করা হয়। তাদের এই উদ্যোগে ব্যবসায়ীর সহযোগিতা করছেন বলে জানান সংশ্লিষ্টরা।

 

সিলেট নগরীর কুয়ারপাড় থেকে বাজার করতে আসা হিরন মিয়া বলেন, বাজারের তুলনায় এখানে সবকিছুর দাম অনেকটা কম। বাজারে দেখে এসেছি ছোলা ১১০টাকা, কিন্তু এখানে ৯০ টাকা দিয়ে ছোলা কিনেছি। এমন উদ্যোগ আমাদের জন্য ভালো হয়েছে।

 

পেঁয়াজ ও রসুন কিনে মিরের ময়দানের বাসিন্দা আমিনা আফরোজ বলেন, আমাদের মতো গরীব ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই আয়োজনটি খুব উপকার হবে।বাজারে প্রতিটি পণ্যের দাম বেশি। তবে এই ন্যায্যমূল্যের দোকানটিতে ১০-১৫ টাকা কম ধরে বিক্রি করা হচ্ছে।এতে আমাদের অনেকটা বেছে যাচ্ছে।

 

আব্দুল হান্নান নামে আরেক ক্রেতা বলেন, রমজান মাস এলে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমায়।আর আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে ব্যস্ত হয়ে যান। এ বাজার চালু হওয়ায় এবারের রমজান মাসে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ভোগান্তি থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো। আমরা আশা করি প্রতি বছরেই এভাবে তারা ন্যায্যমূল্যের দোকান চালু রাখবেন।

 

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শান্ত দেব বলেন, পুরো রমজানব্যাপী আমাদের এই কার্যক্রম চালু থাকবে। এখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সবকিছু পাওয়া যায়।আমরা চেষ্টা করতেছি ভোক্তাদের জন্য যতটুকু সহনীয় পর্যায়ে দাম রাখা যায়। সেই লক্ষ্যে জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সহযোগীতায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে।

 

তিনি বলেন, সব শ্রেণী পেশার লোকজন এখানে বাজার করছেন। প্রতিটি পণ্যে কমপক্ষে ১০-১৫ টাকা কম রাখা হচ্ছে।প্রতিদিন দুই-তিন ট্রাক পণ্য বিক্রি করা হয়। ঈদের বাজার যত ঘনিয়ে আসবে পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। আমাদের এই কার্যক্রমে অনেক ব্যবসায়ীরা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের সুবিধার কথা চিন্তা করে আমরা যৌথভাবে ‘রমজান বাজার’ চালু করেছি। এই বিক্রয়কেন্দ্র থেকে সারা রমজানব্যাপী ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করা হবে। এতে নগরবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার