ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৬৬

স্বপ্নটা হোক অনেক বড়

সিলেট সমাচার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

 


জান্নাত অনেক বড়। সেখানে অনেকগুলো স্তর রয়েছে। আমাদের স্বপ্ন দেখতে হবে সর্বোৎকৃষ্ট স্তরে পৌঁছানোর জন্য।

আল্লাহ্ কী দারুণভাবে আমাদের অনুপ্রাণিত করছেন,

‘তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান-জমিনের সমান।’ [সুরা আল-হাদিদ : ২১]

আমাদের স্বপ্নই যদি থাকে কোনোরকম জান্নাতে প্রবেশ করা, তবে আশঙ্কা থাকে, আগে জাহান্নামের তিক্ত অভিজ্ঞতাও অর্জন করা লাগবে। আর স্বপ্নটা যদি থাকে জান্নাতুল ফিরদাউসের (এবং সে অনুযায়ী আমলও করা হয়) তবে আশা করা যায়, জান্নাতে আমরা প্রথম দফাতেই প্রবেশ করব; এমনকি চিরস্বপ্নের জান্নাতুল ফিরদাউসও আমাদের স্বাগত জানাতে পারে।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,

‘তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন (জান্নাতের সর্বোচ্চ স্তর) ফিরদাউসই চাইবে।’ [সহিহ আল জামি : ৩১২১]

আমাদের দশজন সাধারণ মুসলিমের মত হলে চলবে না। অবশ্যই নিজেকে অসাধারণ বানাতে চেষ্টা করতে হবে। সাইড বেঞ্চে, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বসে থাকা যাবে না। উম্মাহর জন্য অনেক বড় বড় কাজ করার স্বপ্ন দেখতে হবে। এমন হতে পারে: ৫০ জন মুসলিমের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বা ২০ জন বিধবা নারীর ঘরোয়া পরিবেশে কোন ছোটোখাটো কাজের সুযোগ করে দেওয়া কিংবা ১০ জন এতিমের পড়ালেখার দায়িত্ব নেওয়া। এছাড়া হতে পারে টার্গেট করে ৫০ জন বেনামাযিকে নামাযি বানানো কিংবা পতিতালয়গুলো উঠিয়ে দেওয়া অথবা বিভিন্ন মসজিদ ও বাসা-বাড়িতে কুরআন শিক্ষার আসর জমিয়ে এলাকার তরুণ-যুবাদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়া। এমন অনেক পরিকল্পনাই করা যেতে পারে।

হয়ত মনে হবে, ‘আমার পক্ষে এগুলো কীভাবে সম্ভব?’ 

ভাই, আল্লাহ্ চাইলে অবশ্যই সম্ভব। প্রথমত, এ ধরনের নেককাজের কেবল প্ল্যান করার মাধ্যমেই আপনি নেকি পেয়ে যাবেন। এরপর প্ল্যান বাস্তবায়নের তাওফিক হোক বা না হোক। এটা ইসলামের মহান সৌন্দর্যের একটি দিক যে, এখানে কেবল নেক কাজের পরিকল্পনার মাধ্যমেই নেকি পাওয়া যায়।

আমরা মুসলিম। বিশ্বকে বদলে দেওয়া জাতি। অলসতা, কাপুরুষতা, নিষ্ক্রিয়তা- এগুলো আমাদের সাথে যায় না। আমাদের রাতগুলো কাটবে আল্লাহর দরবারে সিজদাবনত, আর দিনগুলো কাটবে উম্মাহর কল্যাণে।

সিলেট সমাচার
সিলেট সমাচার