ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৪৯

সিলেটের ৫৮.০২% নারী মোবাইল ব্যবহার করছেন!

সিলেট সমাচার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

 


মোবাইল ফোনের ব্যবহারে সারাদেশের চাইতে পিছিয়ে রয়েছেন সিলেটের নারীরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দক্ষতায়ও পিছিয়ে রয়েছেন প্রবাসীবহুল এই অঞ্চলের নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের এক জরিপে দেখা গেছে দেখা গেছে এমন চিত্র।

সিলেটকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন। এছাড়া দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে গত ২৮ জুলাই সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উদ্বোধন হয় ‘ডিজিটাল সিলেট সিটি’ নামের একটি প্রকল্পের। তবে মোবাইল ফোনের ব্যবহার ও আইসিটি দক্ষতায় নারীরা পিছিয়ে থাকলে ডিজিটাল বিভাগ ও নগরী বাস্তবায়ন কতটুকু ফলপ্রসূ হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সিলেটের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছেন নারী। তাই নারীদের একটি বড় অংশ মোবাইল ফোনের ব্যবহার এবং আইসিটি দক্ষতায় পিছিয়ে থাকলে দেশের প্রথম ডিজিটাল নগরীর কার্যক্রম বাস্তবায়নে বাধা প্রাপ্ত হবে বলে মনে করেন নারী নেত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিলেট জেলায় মোট জনসংখ্যা আছে ৩৫ লাখ ৬৭ হাজার ১৩৮ জন। যার মধ্যে পুরুষ ১৭ লাখ ৯৩ হাজার ৮৫৮ এবং নারী ১৭ লাখ ৭৩ হাজার ২৮০ জন। অপরদিকে, সিলেট সিটি করপোরেশনে মোট জনসংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ১৩৮ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৬০ হাজার ৬৫৬ জন এবং নারী ২ লাখ ২৪ হাজার ৪৮২ জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ চলিত বছর দেশজুড়ে মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে করে। এই জরিপের খসড়া প্রতিবেদনে দেখা গেছে, সারা দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ৭১.৪% নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করছেন। তবে সিলেটে এই সংখ্যা মাত্র ৫৮.২%। যা দেশের অন্যান্য বিভাগের তুলনায় সবচেয়ে কম।

সিলেট বিভাগের এই ৫৮.২% এর মধ্যে হবিগঞ্জের ৬৩.০%, মৌলভীবাজারে ৬১.৭%, সুনামগঞ্জে ৫২.৮% ও সিলেট জেলায় ৫৭.৮% নারী মোবাইল ফোন ব্যবহার করছেন।

এই জরিপ থেকে আরও জানা যায়, সারা দেশে আইসিটি দক্ষতা আছে ২.৩% নারীর। এর মধ্যে সিলেটের ১.১% নারীর আইসিটি দক্ষতা রয়েছে। এদিকেও সারাদেশে সবচেয়ে পিছিয়ে রয়েছেন সিলেটের নারীরা।

সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জের ০.৪%, মৌলভীবাজারে ১.০%, সুনামগঞ্জে ০.২% ও সিলেট জেলায় ২.০% নারীর আইসিটি দক্ষতা রয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এ ব্যাপারে বলেন, সিলেটকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে বিভিন্ন কারণে সিলেটের নারীর আইসিটির দক্ষতা ও মোবাইল ব্যবহার থেকে পিছিয়ে আছে। যার মধ্যে অন্যতম হল রক্ষণশীলতা ও শিক্ষার অভাব।

সিলেট সমাচার
সিলেট সমাচার