ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭৯

সিলেটে করোনার ছোবলে প্রথম মৃত্যুর এক বছর

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

 করোনাভাইরাসের আগ্রাসনের শুরুতে সারা দেশের মতো সিলেটেও তখন আতঙ্কে থমথমে অবস্থা। এর মধ্যেও রোগীর সেবায় নিয়োজিত ছিলেন তিনি। কিন্তু তাঁর প্রতি নির্দয় হয় করোনা। একসময় তিনিও আক্রান্ত হন করোনায়। আক্রান্তের ১০ দিনের মাথায় স্ত্রী-সন্তান-পরিবার ও চারপাশের স্বজনদের ছেড়ে পাড়ি জমান না ফেরার দেশে।  

দেশে চিকিৎসকদের মধ্যে এবং সিলেটে যিনি করোনায় প্রথম মৃত্যুবরণ করেন- তিনি ডা. মো. মঈন উদ্দিন।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্তের খবর দেয় সরকার। পরের (এপ্রিল) মাসের ৫ তারিখ বিকেলে জানা যায়, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন করোনাভাইরাসে আক্রান্ত। সিলেটে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি ছিলেন তিনি। শুরুতে তাঁকে বাসায় রেখেই চিকিৎসার সিদ্ধান্ত হয়। কিন্তু ৭ এপ্রিল তাঁর অবস্থার অবনতি হলে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরদিন বিকেলে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৫ এপ্রিল ভোর ৬টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

প্রথমে ঢাকায় দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও পরিবারের ইচ্ছায় তা পরিবর্তন করা হয়। ঢাকার লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডাক্তার মঈন উদ্দিনকে গোসল দেয়া এবং মরদেহে কাফন পরানো হয়। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ডা. মঈনের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নেওয়া হয়। রাত সাড়ে আটটায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিমালা অনুসরণ করে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। পরে তাঁর নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় ডা. মঈন উদ্দিনকে।

ডা. মঈন উদ্দিনের জন্ম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাদামপুর গ্রামে। সেখানেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজে। সেখানে উচ্চ মাধ্যমিক শেষ করার পর ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বিসিএস উত্তীর্ণ হয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে যোগ দেন।

মেডিসিন বিষয়ে এফসিপিএস, কার্ডিওলজি বিষয়ে এমডি ডিগ্রিধারী ডা. মঈনের বাবা মুনশি আহমদ উদ্দিন ছিলেন একজন পল্লী চিকিৎসক।

ডা. মঈন উদ্দিনের স্ত্রী চৌধুরী রিফাত জাহানও একজন চিকিৎসক। সিলেট নগরীর পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক। তাঁদের দুই ছেলের মধ্যে বড় ছেলের বয়স ১১ বছর ও ছোট ছেলের ৮।

এদিকে, ডা. মঈন উদ্দিনের মৃত্যুর পর সরকার ঘোষিত ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা পায় তাঁর পরিবার। গত ঈদুল আযহার পরপরই সে টাকা ডা. মঈন উদ্দিনের স্ত্রী চৌধুরী রিফাত জাহানের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার