ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০০৭

বিয়ানীবাজারে অর্ধশত খালের দুরবস্থা, বিপদে কৃষকেরা

সিলেট সমাচার

প্রকাশিত: ১ মে ২০২৪  

মরে গেছে বিয়ানীবাজার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন খাল। এতে ফসল উৎপাদন খরচ বেড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সেচের পানি না পাওয়ায় শুধু বোরো আবাদেই একজন কৃষকের প্রতি বিঘায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে।

 

বিয়ানীবাজার পৌরসভা বাবুর খালের উৎসমুখ দখল করে বাসস্ট্যান্ড নির্মাণ করেছে। ফলে প্রতি বর্ষায় মাথিউড়া ও তিলপাড়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়।

 

জানা গেছে, বিগত সময়ে প্রাকৃতিক খাল ছাড়াও খনন করা হয় ছোট-বড় অসংখ্য সেচ খাল, নিষ্কাশন খাল, জলকপাট (স্লুইসগেট)। সুনাই, সুরমা ও কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত উপজেলার প্রায় অর্ধশত খাল এখন মৃত প্রায়।

 

এতে ফসল উৎপাদন খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। নিয়মিত ও যথাযথভাবে খনন না করায় বহু সেচ খালে ঠিকমতো পানিই পৌঁছে না বলে জানান স্থানীয়রা। আবার বেশ কিছু সেচ খাল অব্যবহৃত থাকায় ভরাট হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এগুলোর এখন আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না।

 

সরজমিন দেখা যায়, সুরমা নদী থেকে সৃষ্ট কাকুরা খাল, করতি খাল, বাঘবাড়ী খাল, গদার খালের অস্থিত্বই নেই। মুল্লাপুরের উপর দিয়ে প্রবাহিত জমাদার খার, লোলা নদী, করল নদীর কথা ভুলে গেছে স্থানীয়রা। তিলপাড়া ইউনিয়নের ঝরাপাতা খাল, মাটিজুরা নদী, গুন্ডাখালী খাল কালের গর্ভে স্থান করে নিয়েছে। আলীনগরের কাপাশ খাল অনেকেই চেনে না। কুড়ারবাজারের কুড়া খাল, ভেউলর খাল, গোবিন্দশ্রী খালের নাম জানো নতুন প্রজন্ম। পৌর এলাকার লুলা খাল কেবল নামে আছে অস্থিত্ব নেই।

 

স্থানীয়রা জানিয়েছেন, ছোট সেচ খালগুলো ভরাট হয়ে অকার্যকর হয়ে পড়ে। কোনো কোনোটি আবার মাটির সঙ্গে মিশে গিয়ে অস্তিত্বই হারিয়ে ফেলেছে। কোথাও কোথাও এসব সেচ খাল দখল করে ঘরবাড়ি, রাস্তাঘাটও তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, এসব খালে বাঁশের ঘের তৈরি করে মাছ শিকার করায় খালের পানি স্বাভাবিক প্রবাহে বাঁধাগ্রস্থ হচ্ছে। একইসাথে পার্শ্ববর্তী ফসলি জমির পানি নিষ্কাশনসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। নদী আইন অনুযায়ী এসব প্রান্তিক জেলেদের জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু নদীগুলোতে অবৈধভাবে ৬/৭টি মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালীরা।

 

কৃষক রমজান আলী, আব্দুল মালেক, আনছার আলী, সিদ্দিকুর রহমান, আব্দুল মুন্নাফসহ কয়েকজন জানান, একসময় এ এলাকার কৃষকরা সেচ খালের পানি দিয়ে সব ধরনের ফসল আবাদ করতেন। এতে তাদের নামমাত্র খরচ হতো। ১০ বছর ধরে পানি না আসায় সবাই সেচযন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন। এতে খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে।

 

খাল খননেন জন্য চারখাই ইউনিয়নের দেউলগ্রাম মৌজার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিলপাড়ার কামারকান্দি গ্রামের সামছ উদ্দিন একইভাবে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে পৃথক আরেকটি আবেদন করেন। তারা খাল খননে উদ্যোগ নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

 

 সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ‘সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের (আইআরডি) অবকাঠামোগুলোর উন্নয়ন এবং খননের জন্য ইতোমধ্যেই একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে বন্ধ সেচ খালগুলো যেমন পুনরুজ্জীবিত হবে, তেমনি নতুন নতুন এলাকায় সেচ খালও নির্মাণ করা হবে। এটা চালু হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। তখন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে। এরই মধ্যে অনেকগুলো খাল সংস্কার করে সেচের আওতা বাড়ানো হয়েছে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার