ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৫৮

মামুনুলে জিম্মি হেফাজত

সিলেট সমাচার

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে নারী নিয়ে অবকাশ যাপনে গেলে জনতার হাতে আটক হন হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক। শুরুতে তিনি সেই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও কোনো ধরনের তথ্য প্রমাণ দেখাতে পারেনি। এ নিয়ে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। কীভাবে একজন নেতা নারী নিয়ে রিসোর্টে যেতে পারেন তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

মামুনুলের ইস্যুতে পদক্ষেপ নিতে দলের শীর্ষ নেতাদের নিয়ে ১১ এপ্রিল রোববার চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বৈঠক ডাকেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। 

সেই বৈঠক মামুনুলের বিরুদ্ধে কোনো ধরনের পদপেক্ষ নেওয়া হলে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে সংগ্রহ করা অর্থের জোগান বন্ধ করা সহ সরকার বিরোধী মিছিল-মিটিংয়ে মাদ্রাসা ছাত্রদের না পাঠানোর হুমকি দেন মামুনুল হক। 

এছাড়াও মামুনুল হক বিভিন্নভাবে হেফাজতের শীর্ষ নেতাদের ব্ল্যাকমেল করায় তার বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শীর্ষ নেতারা জানান, হেফাজতের বৈঠকটি সংক্ষিপ্ত পরিসরে হওয়ার কথা ছিল। কিন্তু মামুনুল হক কয়েকজনের মাধ্যমে সংগঠনের শীর্ষ নেতাদের ব্লাকমেল করে বার্তা পাঠানোর কারণে হট্টগোল সৃষ্টি হয়। ফলে দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় স্থায়ী হয় বৈঠকটি। বৈঠকে নিজের ঘনিষ্ঠদের মাধ্যমে মামুনুল জানান, তাকে পদচ্যুত করা হলে ঢাকায় হেফাজতের কোনো কর্মসূচিতে আর মাদ্রাসাছাত্রদের পাঠাবেন আর তিনি। এমনকি মামুনুলের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে আরো জানানো হয়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে সংগ্রহ করা অর্থের জোগানও বন্ধ করে দেবেন তিনি।

মামুনুল হকের এমন আচরণে দুঃখ প্রকাশ করেছেন হেফাজতের শীর্ষ নেতারা। তারা বলেন, ইসলাম প্রচার করা তার মতো একজন নেতা কীভাবে পর নারীকে নিয়ে রিসোর্টে যেতে পারে। এতে ইসলামের সম্মান নষ্ট হয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ইসলামের মর্যাদা ক্ষুন্ন সহ দলের ভাবমূর্তি নষ্ট হবে।  

সিলেট সমাচার
সিলেট সমাচার