ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৪

বৃষ্টি আর বাতাসে তাহিরপুরে রবিশস্যের ব্যাপক ক্ষতি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অসময়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে তাহিরপুর উপজেলার রবিশস্যের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে স্থানীয় কৃষি অফিস জানিয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি চলতি আমন ধানের ফলনের জন্য বেশ সহায়ক হবে। গত বুধবার  সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর হালকা বাতাস রোববার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি আর হালকা বাতাসে খেতে পানি জমে শীতকালীন সবজি আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মুলা সহ বিভিন্ন প্রকার সবজি ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শাক সবজির দাম আরও বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার মানিগাঁও গ্রামের হাসান মিয়া বলেন, এ অসময়ে ঘন ঘন বৃষ্টির ফলে কৃষকের শীতকালীন সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কিছুদিন আগে তিনি মুলা আর টমেটো রোপণ করেছিলেন তাও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

এদিকে গত তিনদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন সহ হাওরাঞ্চলের কৃষকরা। তারা এখন হাত পা গুটিয়ে অলস সময় পার করছেন।

স্কুল শিক্ষক নিতাই জানান, কয়েক দফায় বন্যায় আমন ধান তলিয়ে কৃষক এখন সর্বশান্ত। এখন আবার অসময়ে বৃষ্টিপাতে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সরবরাহ করলে হয়তো কৃষক তাদের এ ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা এ বিষয়ে বলেন, ২-১ ধরে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাতে রবিশস্যের ক্ষতি হবার সম্ভাবনা কম। তবে এ বৃষ্টি কৃষকের আমন ধানের ফলনের জন্য সহায়ক হবে। এ বৃষ্টিপাত আরো ১-২ দিন অব্যাহত থাকবে। এ বৃষ্টির কারণে যদি রবিশস্যের ক্ষয়ক্ষতি হয় তাহলে সে অনুযায়ী কৃষকদের সহায়তা দেয়া হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার