ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১৭

পাঁচ ‘সুখবরে’ সিলেটজুড়ে উচ্ছ্বাস!

সিলেট সমাচার

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

 


পাঁচটি ভিন্ন সময়। পাঁচটি সুখবর। এই সুখবরগুলো সিলেটের মানুষের মধ্যে এনে দেয় উচ্ছ্বাস। আনন্দ আর খুশির জোয়ারে ভাসে মানুষ।

বিদায়ী বছর ২০১৯-এ অন্তত পাঁচটি সুখবর বা ইতিবাচক খবরে উচ্ছ্বসিত হয়েছে সিলেট।

এই সুখবরগুলো হলো- সিলেট বিভাগ এ বছরেই পেয়েছে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী, হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে, সিলেট সিটি করপোরেশন পেয়েছে ইতিহাসের সর্ববৃহৎ বরাদ্দ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে এবং সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর ২০১৯ সালের শুরুতে (৬ জানুয়ারি) গঠন করা হয় নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় স্থান পান সিলেট বিভাগের পাঁচজন।

মন্ত্রিসভায় স্থান পাওয়া সিলেটের পাঁচজন হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১ আসন), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪)।

এঁদের মধ্যে ড. মোমেন, শাহাব উদ্দিন, ইমরান আহমদ ও মাহবুব আলী মন্ত্রিসভায় নতুন মুখ। এবারই তাঁরা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পান। এদিকে, বছরের মাঝামাঝি সময়ে (১৩ জুলাই) ইমরান আহমদকে পূর্ণ মন্ত্রী করা হয়।

সিলেট বিভাগ থেকে এর আগে একইসাথে পাঁচজন মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে এ বিষয়টি সিলেটের মানুষের জন্য খুশির জোয়ার নিয়ে এসেছিল।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ২০১৯ সালে। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় চালু রয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাসের জন্য দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। ২০২০ সালে এখানে ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হতে পারে। গেল ৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

গত ২৪ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জন্য এক হাজার ২২৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ওইদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই বরাদ্দ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিসিকের ইতিহাসে এটাই সর্ববৃহৎ বরাদ্দ। এর আগে সর্বোচ্চ বরাদ্দ ছিল ২৩৬ কোটি টাকা। এ টাকায় সিলেট নগরীতে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হবে, জলাবদ্ধতা নিরসনে কাজ হবে এবং অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

২০১৯ সালে হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। গেল ২৩ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর আগে ১ এপ্রিল আইনটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছিল।

বছরের শেষ দিকে আনন্দের সংবাদ আসে সুনামগঞ্জ জেলার মানুষের জন্য। গত ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এটিই হবে সুনামগঞ্জের প্রথম কোনো বিশ্ববিদ্যালয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার