ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৪১

দেশে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেলেন সু চি

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

 


নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে সাফাই গাওয়ায় দেশে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেয়েছেন দেশটির নোবেল জয়ী নেত্রী অং সান সু চি। 

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, নেদারল্যান্ডস থেকে শনিবার (১৪ ডিসেম্বর) দেশে ফিরেছেন সু চি। এদিন তাকে অভ্যর্থনা জানাতে নেপিদোর বিমানবন্দর সংলগ্ন সড়কের দুই পাশে জড়ো হয় হাজার হাজার সমর্থক। পতাকা হাতে নিয়ে জনতাদের প্রতি হাত নেড়ে সাড়া দেন সু চিও।

এ দিকে খিন মং সোয়ে নামে নেপিদোর এক কৃষক ‘রয়টার্সকে’ বলেছেন, ‘আমাদের দেশের জন্য লড়াই করতে আদালতে গিয়েছিলেন ‘মাদার সু চি’। নির্যাতনের অভিযোগ কেবলই সেনাবাহিনীর বিরুদ্ধে। যদিও দেশের নেতা হিসেবে প্রথম পদক্ষেপটি তিনি নিজেই নিয়েছেন।’

স্টেট কাউন্সেলর সু চি এই সমর্থক আরও বলেন, ‘আদালতে তিনি (সু চি) রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। এক্ষেত্রে মিয়ানমারের পক্ষ থেকে মামলাটি খারিজের জন্য বিচারকদের কাছে অনুরোধ জানানো হয়েছে।’

অপর দিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্র নীতি সংক্রান্ত কমিটির সঙ্গে দেশটির পার্লামেন্টে পূর্ব নির্ধারিত এক বৈঠককেও বাতিল করেছেন সু চি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।

এর আগে ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বিদ্রোহী দমনের নামে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তখন হত্যা-ধর্ষণসহ বিভিন্ন নির্যাতন থেকে বাঁচতে নতুন করে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে তারা শরণার্থী হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন।

ঘটনার প্রায় দুই বছরের বেশি সময় পর গত ১১ নভেম্বর অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সমর্থনে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ আনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গত ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এবার কেবল রায়ের অপেক্ষা।

সিলেট সমাচার
সিলেট সমাচার