ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৯

জাফলংয়ে হবে ইকোনোমিক জোন

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

ট্যুরিজমের উপর কাজ করে জাফলংয়ে স্পেশাল ইকোনোমিক জোন তৈরি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ কামাল হোসেন। এরআগে জাফলংয়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে।

এ জন্য সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

২৯ আগস্ট বিকেলে সিলেটের জাফলংয়ে প্রস্তাবিত ক্রাশার জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে জাফলং। কিন্তু ক্রাশার মেশিন প্রকৃতিকন্যা জাফলংয়ের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জাফলংকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। এ জন্য ক্রাসার জোন একটি নির্দিষ্ট স্থানে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
 
মন্ত্রী পরিষদ সচিব আরও বলেন, জাফলংয়ের পাশেই ভারতের ডাউকি দৃষ্টি নন্দন একটি শহর। অথচ আমরা জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত করতে রীতিমতো ধ্বংসলীলায় মেতেছি। জাফলংকে রক্ষা করে সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা তৈরি করতে পর্যটন করপোরেশন, সড়ক ও জনপদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে একযোগে কাজ করতে হবে।

প্রস্তাবিত ক্রাশিং জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
 
এসময় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি), সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, গোয়াইনঘাটের নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব, সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, এএসপি গোয়াইনঘাট (সার্কেল) মো. নজরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলমসহ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
 
এরআগে সকালে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ভোলাগঞ্জ পাথর কোয়ারী পরিদর্শনে যান। এসময় বৃষ্টি উপেক্ষা করে পাথর কোয়ারীর বিভিন্ন সমস্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

সিলেট সমাচার
সিলেট সমাচার