ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৩৪

ছাতকে ভয়াবহ নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়েছে মুচি সম্প্রদায়

সিলেট সমাচার

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

ছাতকে ভয়াবহ নদী ভাঙ্গনে অর্ধ শতাধিক বসত ও প্রায় অর্ধ শতাধিক একর ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নদীর তীর সংলগ্ন একটি পাড়ায় বসবাসকৃত মুচি সম্প্রদায়ের লোকজন বসত ভিটা হারিয়ে হয়ে পড়েছে অস্তিত্বহীন। প্রায় অর্ধ কিলোমিটার পাকা সড়ক গিলে খেয়েছে খড়¯্রােতা বটেরখাল নদী। ফসলি জমি, অগনিত বাঁশঝাড় ও গাছ-গাছড়া ইতিমধ্যেই চলে গেছে নদী গর্ভে। নদী ভাঙ্গনের হুমকীর মুখে রয়েছে একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, শতাধিক পাকা-আধাপাকা বাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা।

এছাড়া আন্তঃ ইউনিয়ন গোবিন্দগঞ্জ-বিনোদনগর সড়কের আরো প্রায় অর্ধ কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। সড়কটি নদী ভাঙনের শিকার হলে এ সড়ক ব্যবহার করা অন্তত ৭৫টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে। বর্তমানে প্রতি দিন-রাত নদী ভাঙনের আতংকে কাটে এসব এলাকার মানুষের।

স্থানীয়রা জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের মুখ হতে বিনোদনগর পর্যন্ত পাকা সড়ক দিয়ে অত্র এলাকার ৭৫টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত। এ সড়ক অন্যান্য সড়কের সাথে সংযুক্ত হয়ে উপজেলা সদর, জেলা ও বিভাগের সাথে সহজ সড়ক যোগাযোগ সৃষ্টি করেছে। অপরদিকে গোবিন্দগঞ্জ বাজার ও সড়কের পাশ দিয়ে বয়ে গেছে ভটেরখাল নামক নদী। শুষ্ক মৌসুমে নদীটি শান্ত থাকলেও বর্ষায় ভটেরখাল নদী ভয়াবহ রূপ ধারণ করে।

খরতা ভটেরখাল নদীর ভাঙনের মুখে পড়ে গোবিন্দগঞ্জ বাজারসহ গোবিন্দনগর গ্রাম। দীর্ঘদিন ধরে চলে আসা নদী ভাঙ্গনে ভটেরখাল নদীর মূল চিত্র বদলে যায়। গোবিন্দগঞ্জ বাজার হতে গোবিন্দনগর মাদ্রাসা সংলগ্ন এলাকা পড়ে ভয়াবহ ভাঙনের মুখে। ফসলী জমি, অগনিত বাঁশঝাড়, গাছ-গাছড়া তলিয়ে যায় নদী গর্ভে। সড়ক সংলগ্ন নদীর তীর এলাকায় যুগ-যুগ ধরে বসবাসরত মুচি সম্প্রদায়ের বসতভিটা কেড়ে নিয়েছে ভটরখাল নদী। ভিটে-মাটি হারিয়ে হত দরিদ্র মুচি সম্প্রাদয়ের ১০-১২টি পরিবার এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ভটেরখাল নদীর ভাঙনে ভিটে-মাটি হারা মুচি সম্প্রদায়ের লোকজন মানবেতর জীবন যাপন করছে। প্রায় অর্ধ কিমি পাকা সড়ক চলে গেছে নদী গর্ভে এবং আরো প্রায় অর্ধ কিমি সড়ক বিলিন হওয়ার উপক্রম। এ সড়ক সুরক্ষা ও মুচি সম্প্রদায়ের পূনর্বাসনে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপাদৃষ্টি কামনা করেছেন তিনি।

এদিকে বুধবার নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ আব্দুস সোবহান, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা দ্বীন ইসলাম, প্রভাষক মাওলানা মঈনুল হক মুমিন, কাউসার আহমদ, শাহজাহান আলী, মনসুর আহমদ, ছালিক আহমদ সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার