ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭৫

গোয়াইনঘাটে তরকারির মূল্য ভারসাম্যহীন, অস্বস্তিতে ক্রেতারা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

সিলেটের গোয়াইনঘাটের প্রায় বাজারেই নিত্য প্রয়োজনীয় ও তরকারির মূল্য ভারসাম্যহীন, সাধারণ ক্রেতারা অস্বস্তিতে। অধিকাংশ মানুষের ভেতরেই অসৎ উপায়ে স্বল্প সময়ে ধনী হওয়ার প্রবণতা বর্তমানে অধিক হারে দেখা যাচ্ছে।

অভাব আর দারিদ্র্যের কষাঘাতে আজকের জনজীবন যখন দুঃখ ও হাহাকারে পূর্ণ। তখন মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। জীবন ধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য। চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে।

অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের জন্যই সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন ব্যবসায়ীদের কাছে। বিভিন্ন বাজারের পাইকারি ও আড়তদার ব্যবসায়ীরা ওত পেতে বসে থাকে, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেই অসৎ আর অসাধু ব্যবসায়ীরা তৎপর ও বেপোয়ারা হয়ে ওঠে। কখনো কখনো তারা কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভ করে থাকে। এই ধরনের ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা না করলেও চলে। বছরের দুই একটা সুযোগ হলেই ২/৩ বছরের ব্যবসা এক সাথে করেন।

গোয়াইনঘাট সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, অসৎ ও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফা লাভের জন্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে থাকে আর তার দায়ভার বর্তায় সরকারের উপর। সরকারকে দিতে হয় এর জবাবদিহিতা। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের পাশাপাশি  স্থানীয় নেতৃবৃন্দকে সোচ্চার হতে হবে।

স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও ক্রেতাদের সাথে আলাপকালে জানা যায়, উপজেলার উল্লেখযোগ্য কয়েকটি বাজারে কাঁচামরিচের কেজি ২০০ টাকা অন্যান্য তরিতরকারির প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা। একমাত্র নিন্ম মূল্য আলু ৪০ থেকে ৪৫ টাকা কেজি। উপজেলায় বন্যার প্রভাব দেখা দেওয়ায় চাল প্রতিবস্তায় ১০০ টাকা থেকে ১৫০শত টাকা দাম বৃদ্ধি করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বলগাছাড়া অবস্থা দরিদ্র ব্যক্তিদের পক্ষে বজ্রাঘাততুল্য। বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেন। এই দায়ভার পড়ে সরকারের উপর, জবাবদিহিতা করতে হয় সরকারকে।বিধায় প্রশাসন কঠোর হাতে অতিলোভী অসাধু এসব ব্যবসায়ীকে দমন করতে হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যতালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণের জন্য সব বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কমিটি গঠনের ব্যবস্থা করতে হবে। প্রশাসন ও ব্যবসায়ীদের সদিচ্ছাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করে দেশের সাধারণ মানুষের আরও একটু সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদানে যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম।

সিলেট সমাচার
সিলেট সমাচার