ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১১

গোলাপগঞ্জের ভোট কেন্দ্রে ভোটারের লাইন

সিলেট সমাচার

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১  

করোনা পরিস্থিতির মধ্যে উৎসব মুখোর পরিবেশে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় চলছে ভোট গ্রহণ। স্বাস্থ্যবিধি না মানায় ভোট কেন্দ্রে দেখা দিয়েছে করোনা আক্রান্ত। ভোটকেন্দ্রের লাইনে একজনের সাথে আরেকজন ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেই সাথে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারাও স্বাস্থ্যবিধি না মেনে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি বিশেষ নির্দেশনা দেয়া হলেও তা মানতে নারাজ ভোটাররা। নির্বাচন কমিশনের ৬টি নির্দেশনার মধ্যে একটি হচ্ছে- ভোটকক্ষে প্রবেশের সময় ভোটারকে জীবানুনাশক স্যানেটাইজার প্রদান করার কথা থাকলেও তা দেয়া হয়নি।

সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জের একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে কিছু কেন্দ্রে পুরুষের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে দেখা যায় মহিলাদের। ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দল। তবে ভোট গ্রহণ চলাকালে স্বাস্থ্যবিধি যারা মানছেন না তাদের ব্যাপারে  আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন তৎপরতা নেই।

নির্বাচন অফিস সূত্র জানায়,  ভোট কেন্দ্রে প্রবেশের সময় মাস্ক পড়ে কমপক্ষে পরস্পর ৩ফুট দূরত্বে থাকতে হবে। ভোট প্রদানের সময় একজন ভোটার ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন। এছাড়াও ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট, পর্যবেক্ষকসহ সকলকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে ভোটারসহ ভোটগ্রহণের সাথে সংশ্লিষ্ট সকলকে কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়াও ভোট গণণার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। সচেতন না হলে যেকেউ করোনায় আক্রান্ত হতে পারেন। নির্বাচনে স্বাস্থ্যবিধি না মানলে এই ঝুঁকিটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।

জানা যায়, ভোটগ্রহণ নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য করতে দুটি পৌরসভায় ৯জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া মাঠ পর্যায়ের ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় ২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও দুটি পৌরসভায় ২ প্লাটুন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও  প্রতিটি ভোট কেন্দ্রে ১০জন করে পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। আর পুলিশের সাথে ভোটকেন্দ্রে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন আনসার সদস্যরা। সেই সাথে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় থাকবেন শতাধিক গোয়েন্দা পুলিশ ও মোবাইল টিম। ভোটকেন্দ্রে পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি অপরাধ ঠেকাতে সাদা পোশাকের পুলিশও রয়েছে। সেই সাথে পুলিশ ও বিজিবির পাশাপাশি নিরাপত্তায় রয়েছে ।

সিলেট সমাচার
সিলেট সমাচার