ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪০৫

কাপ্তাই হ্রদে মাছ আহরণে ধাক্কা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০  

রাঙামাটির কাপ্তাই হ্রদে মৌসুমের শুরুতেই পানি স্বল্পতার কারণে যে সংকট দেখা দিয়েছিল, সেটির ধাক্কা লেগেছে মাছ আহরণে। যার প্রভাবে বিগত মৌসুমের প্রথম চার মাসের তুলনায় চলতি মৌসুমের প্রথম চার মাসে অবতরণ কমেছে ৮৮০ টন। 

মাছ আহরণ হ্রাসের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিগত কয়েক মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ আহরণের যে রেকর্ড ছিল, সেই রেকর্ড এবার ধাক্কা খাবে এমনটাই বলছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বিএফডিসি রাঙামাটি বিপণনকেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৯-২০ মৌসুমে ১ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের আওতাধীন রাঙামাটি, কাপ্তাই, মারিশ্যা ও মহালছড়ি- এ চারটি বিপণন কেন্দ্রে ৪ হাজার ৩৯৫ টন মাছ অবতরণ করা হয়। 

চলতি ২০২০-২১ মৌসুমের পহেলা আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চারটি বিপণন কেন্দ্রে ৩ হাজার ৫১৫ টন মাছ অবতরণ করা হয়। যা বিগত মৌসুমের চেয়ে ৮৮০ টন কম। অন্যদিকে চলতি মৌসুমে প্রথম মাস আগস্টে বিগত মৌসুমের চেয়ে আহরণ বেড়েছিল ৩৯০ টন। কিন্তু নভেম্বরে এসে আহরণ হ্রাস পেয়েছে। আবার আহরিত মাছের মধ্যে ছোট মাছের আধিক্যটাই বেশি।

বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, চলতি মৎস্য মৌসুমে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে ১০ আগস্ট আহরণ শুরু করি। হ্রদের পানি কম থাকলেও জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কথা বিবেচনা করে মাছ আহরণ করা হয়।  

তবে পানি স্বল্পতার কারণে হ্রদে প্রাকৃতিক প্রজনন করা মাছসহ বিএফডিসির অবমুক্ত পোনামাছগুলো হ্রদের ছোট-ছোট গোনাগুলোতে ভালোভাবে প্রবেশ করতে পারেনি। এছাড়া আহরণ শুরুর পর পানি কম থাকায় জেলেদের জালে ছোট-বড় এসব মাছ অতিমাত্রায় ধরা পড়েছে। যে কারণে পরবর্তীতে হ্রদে ভরপুর পানি হলেও এই সময়টাতে এসে আহরণ অনেকাংশে হ্রাস পেয়েছে।

তারা আশাবাদী, সামনে যে কয়েক মাস আছে সেগুলোতে আহরণ বাড়বে। যদি তা না হয় তাহলে মাছ আহরণের ধারাবাহিক রেকর্ডে এবার ধাক্কা লাগতে পারে।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, প্রথমদিকে পানি কম থাকায় অতিমাত্রায় মাছ আহরিত হয়েছে। বিগত মৌসুমের চেয়ে এ বছর হ্রদের মাছ অনেক কমে যাওয়ায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে যে পরিমাণ মাছ বাজারজাতকরণ করা হতো তা এবার কমে গেছে। আবার যে সব জেলেরা মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়েছেন তারাও আশানুরূপভাবে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। সঠিক সাইজের মাছ না পাওয়া, বাজারমূল্য হ্রাসের কারণে জেলে-ব্যবসায়ী এবার অধিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার