ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৬

কাতারের তিন ফরোয়ার্ড নিয়ে বাংলাদেশের চিন্তা কম নয়

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০  

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের খেলা কাতারের মাঠে। পরিবেশ চিরচেনা হলেও শক্তির বিচারে বাংলাদেশ অনেক পিছিয়ে। দুই দলের ফিফা র‌্যাঙ্কিংই তার প্রমাণ। ফলে স্বাগতিকদের আক্রমণের তোড়ে অতিথিদের উড়ে যাওয়া অসম্ভব নয়। তাই বলে হাল ছাড়ার পাত্র নয় জামাল ভূঁইয়ারা। অন্তত লড়াই করার লক্ষ্য তাদের। বাংলাদেশ পরিকল্পনাও সাজাচ্ছে নিজেদের মতো করে। প্রতিপক্ষকে সামলাতে স্বাগতিকদের তিন ফরোয়ার্ডকে নিয়েই বেশি করে ভাবছে সফরকারীরা।

কাতারের আক্রমণের ত্রয়ী বাংলাদেশের রক্ষণকে তছনছ করে দিতে সক্ষম। তিনজনই বেশ অভিজ্ঞ। জাতীয় দলের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন। যাদের মাঝে রয়েছেন অধিনায়ক হাসান আল হেইদস। কাতারের জার্সি পড়ে ১৩৪ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। ঢাকার ম্যাচে এই ফরোয়ার্ড খেলেছিলেন বাঁ দিকে। দ্বিতীয়জন আকরাম আফিফ ৬৫ ম্যাচে করেছেন ১৭ গোল। খেলে থাকেন ডান প্রান্তে। তৃতীয়জন সুদানি বংশোদ্ভুত আলমায়েজ আলী খেলে থাকেন নম্বর নাইন হিসেবে। ৬০ ম্যাচে ২৭ গোল করে দলের অন্যতম ভরসা ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে আজ ক্ষেত্র বিশেষে দলের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ তাদের মধ্যে রদবদল করলেও করতে পারেন।

ঢাকার ম্যাচে অবশ্য এই তিন ফরোয়ার্ডের কেউই গোল পাননি। প্রথম লেগে ম্যাচের ২৮ মিনিটের সময় বক্সে অরক্ষিত থাকা আরেক ফরোয়ার্ড ইউসুফ আব্দুরিসাগ লক্ষ্যভেদ করেছিলেন। জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে সেই এক গোলই তার একমাত্র অর্জন। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে বক্সের জটলা থেকে ব্যবধান দ্বিগুন করেছিলেন মিডফিল্ডার করিম বৌদিফ। সাধারণত কাতার যখন আক্রমণে ওঠে তখন মধ্যমাঠ থেকে তাতে যোগ দেন সবাই। অন্তত ঢাকার ম্যাচে এমন প্রবণতাই লক্ষ্য করা গেছে।

তাই বাংলাদেশের ডিফেন্সে তপু, রিয়াদুল, রহমত ও ইয়াছিনদের সতর্ক থাকতে হবে একটু বেশি। আর গোলকিপার হিসেবে আশরাফুল ইসলাম রানা কিংবা আনিসুর রহমান জিকোর মাঝে যেই সুযোগ পাবেন, তাকে ভারতের গুরপ্রিত সিংয়ের মতো আজ দেয়াল হয়ে দাঁড়াতে হবে। না হলে কাতারি ঝড় রুখে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে! ম্যাচটি শুরু হবে শুক্রবার রাত ১০টায়। 

সিলেট সমাচার
সিলেট সমাচার