ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৫৪৮৪

সিলেটে গ্যাস লাইনের ছিদ্র খুঁজবে ‘মোবাইল কার’!

সিলেট সমাচার

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১  

সিলেটে গ্যাস লাইনের ডানে-বাঁয়ে এক শ মিটার দূরত্বের মধ্যে কোনো ধরনের লিকেজ বা ছিদ্র থাকলে, তা খুঁজে বের করবে একটি মোবাইল কার। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই কারটি জালালাবাদ গ্যাসের অন্তর্ভুক্ত এলাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের ছিদ্র শনাক্তে কাজ করবে।

এমনটাই জানিয়েছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জেজিটিডিএসএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ।

তিনি জানান, অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই মোবাইল কার গতকাল রোববার থেকে কার্যক্রম শুরু করেছে।

হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ভ্রাম্যমাণ এই লিক শনাক্তকরণ কাজের মাধ্যমে দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ গ্যাসের অপচয় রোধ, গ্যাস লিকজনিত দুর্ঘটনা হ্রাস এবং জানমালের নিরাপত্তায় সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘আমাদের দেশে চাহিদা অনুযায়ী গ্যাসের মজুত অপ্রতুলভাবে কমে আসছে। দেশের বিভিন্ন স্থানে গ্যাসের লাইন লিকেজ থাকার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য এই অত্যাধুনিক মোবাইল কারের মাধ্যমে গ্যাস লিক চিহ্নিতকরণের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব। জালালাবাদ গ্যাস লাইনের আওতাভুক্ত ডানে-বাঁয়ে এক শ মিটার দূরত্বের মধ্যে যেকোনো ধরনের সমস্যা থাকলে তা চিহ্নিত করবে মোবাইল কারটি। ফলে দেশের এই মূল্যবান সম্পদ অপচয় রোধ করা সম্ভব হবে।’

এর আগে এ ধরনের বিশেষ কার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)-কে ব্যবহার করতে দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে তারা এ প্রযুক্তির ব্যবহার করছে।

সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, কার ব্যবহারের এই পদ্ধতি চালুর ফলে অনুমাননির্ভর ও বিক্ষিপ্তভাবে মাটি খুঁড়ে ছিদ্র চিহ্নিত করতে হবে না। কাজটি অনেক সহজ ও নির্ভরযোগ্য হবে। সময়ও কম লাগবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার