ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৫৪

কানাইঘাটে বাড়ছে ইয়াবার আগ্রাসন

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ জুন ২০২১  

সিলেটের কানাইঘাট উপজেলায় মরণ ফাঁদ ইয়াবার আগ্রাসন দিন দিন বেড়ে যাওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন ইয়াবা আসক্ত হয়ে পড়ছে কিশোর থেকে যুব সমাজসহ বিভিন্ন বয়সের লোকজন। অনেক কলেজ শিক্ষার্থী ইয়াবায় আসক্ত হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকার কারণে অনেক মাদক ব্যবসায়ী বোতলজাত মাদক বিক্রি ছেড়ে দিয়ে ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়েছে।

অনুসন্ধান ও বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, ইয়াবার ব্যবসায় অধিক লাভ থাকার কারণে কানাইঘাটে একটি বড় চক্র ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। ইয়াবা ট্যাবলেট সহজে বহনযোগ্য ও প্রয়োজনে লুকিয়ে ফেলা যায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার সম্ভাবনাও কম। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করছেন অনেকে।

একসময় কানাইঘাট উপজেলায় ইয়াবা আসক্তের সংখ্যা একেবারে কম ছিল। এমনকি ইয়াবার মতো মাদকের নাম জানত না অনেকে। কিন্তু গত কয়েক বছর ধরে কানাইঘাট পৌরশহরের কিছু এলাকা এবং সীমান্তবর্তী সুরাইঘাট, দনা, কাড়াবাল্লা, বৃহত্তর গাছবাড়ীসহ কিছু এলাকায় ইয়াবার বিস্তার দিন দিন বাড়ছে। এক সময় যারা ভাসমান মাদক বিক্রি করত, তারা এখন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে খুচরা ও পাইকারিভাবে ইয়াবা বিক্রি করছে। র‌্যাব, বিজিবি ও থানার পুলিশ বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলেও ইয়াবার আগ্রাসন কমছে না। বরং দিনে দিনে আরও বেশি সংখ্যক তরুণ ও যুবক ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কানাইঘাটে ইয়াবা আসছে মূলত সীমান্তবর্তী দনা ও সুরাইঘাট এলাকা দিয়ে। ভারত থেকে সহজে ইয়াবা নিয়ে আসছে মাদক চোরাকারবারীরা। এছাড়া কানাইঘাট উপজেলার পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলা থেকে কানাইঘাটের সড়কের বাজার দিয়ে ইয়াবার বড় বড় চালান ঢুকে থাকে। বেশিরভাগ ইয়াবা কানাইঘাট থেকে সিলেট শহরসহ বিভিন্ন উপজেলায় পাঠানো হয়। ছোট যানবাহনে করে ভাসমান অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বাজারকেন্দ্রিক বিভিন্ন গ্রাম এলাকায় ফেরি করে ইয়াবা বিক্রি করে থাকে ছদ্মবেশীরা। তারা ইয়াবা আসক্তদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ইয়াবা বিক্রি করে থাকে। আবার নির্দিষ্ট জায়গায় ইয়াবা পৌঁছেও দেয় তারা। অনেক নারী ইয়াবা সেবন করে থাকেন এমন অভিযোগও পাওয়া গেছে। যার কারণে বোতলজাত মদ, ফেনসিডিল বিক্রি কানাইঘাটে কমলেও ইয়াবা ট্যাবলেটের বিক্রি বাড়ছে।

ইয়াবার এই আগ্রাসন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল ও সামাজিক সংগঠনগুলোকে জনসচেতনতামূলক কার্যক্রমের ওপর জোর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। তা না হলে ইয়াবার আগ্রাসনে কিশোর, তরুণ ও যুবকরা দিন দিন বিপথগামী হয়ে পড়বে, যা একসময় আর প্রতিরোধ করা সম্ভব হবে না বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন বলেন, ইয়াবা করোনার চেয়েও ভয়াবহ। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইয়াবার লাগাম টানা সম্ভব নয়। এজন্য আমরা যারা অভিভাবক রয়েছি, তারা নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে করে তারা ইয়াবার মতো মরণব্যাধি নেশার দিকে ধাবিত না হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার