ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৪৩

যৌতুকের টাকার জন্য বিয়ানীবাজারে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

সিলেট সমাচার

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

সিলেটের বিয়ানীবাজারে শেখ নাদিরা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ মে) বিকেলে উপজেলার চারখাই ইউনিয়নের খাপন (আদিনাবাদ) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (৩১ মে) নির্যাতিতা গৃহবধু স্বামী-শাশুড়ীসহ শশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমল গ্রহণকারী ৪র্থ আদালতে অভিযোগ দাখিল করেন। নির্যাতিতা শেখ নাদিরা বেগম খাপন (আদিনাবাদ) গ্রামের মো. জিবান এর স্ত্রী ও গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পূর্ব খর্দ্দাপাড়া গ্রামের মৃত শেখ আব্দুল মুনিমের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ জুলাই খাপন (আদিনাবাদ) গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. জিবান (৪১) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালের ৫ জানুয়ারী তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকেই মা ও বোনের প্ররোচনায় গৃহবধু শেখ নাদিরা বেগমকে তার পরিবারের কাছ থেকে নগদ ২লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্বামী মো. জিবান। তার পরিবারের লোকজন অসচ্ছল হওয়ায় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন তারা। সর্বশেষ রোববার (২৮ মে) যৌতুকের জন্য চাপ দিলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আবারও নির্যাতন করে মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। পরে তিনি কৌশলে পরিবারের লোকজনকে অবগত করলে তারা সেখানে উপস্থিত হন। এসময় পরিবারের লোকজন তাদের উপরও চড়াও হয়ে নির্যাতন শুরু করেন। পরে পুলিশ, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

ভোক্তভুগী নাদিরা বেগমের ভাই কামরুল ইসলাম এপরুল জানান, বোনকে নির্যাতনের খবর পেয়ে সেখানে গেলে তারা আমাদেরকেও মারধর করে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করে। আমরা প্রাণে রক্ষা পেয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করি। আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাই।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, ‌'এ বিষয়ে আমাদের চেয়ারম্যান সাহেব অবগত আছেন। বিচারে বসলে সমাধানের চেষ্টা করা হবে।'

সত্যতা নিশ্চিত করে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়ছল আহমদ বলেন, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে জানতে চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীকে কল দেয়া হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিলেট সমাচার
সিলেট সমাচার