• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
৬১

ফেসবুকে আপত্তিকর ছবির জেরে ‘বিয়ে ভাঙল’ তরুণীর, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ মে ২০২৩  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণীর আপত্তিকর (নগ্ন) ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিয়ানীবাজারের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে আছিরগঞ্জ বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুবকের নাম আবিদ হোসেন রাফি (২১)। রাফি বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে আইইএলটিএস ক্লাস করার সময় থেকে খাগাইল এলাকার ওই তরুণীকে বিরক্ত করতো আবিদ হোসেন রাফি। এ নিয়ে কয়েকদফা সালিশ বৈঠক হয় এবং ভবিষ্যতে ওই তরুণীকে আর বিরক্ত করবেনা মর্মে অঙ্গিকার করে বখাটে রাফি। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ানীবাজারের কাকরদিয়া এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী যুবকের সাথে ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়। এমন খবর পেয়ে তরুণীর আপত্তিকর (নগ্ন) ছবি ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয় রাফি। এতে ওই তরুণীর বিয়ে ভেঙ্গে যায়। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে মেয়ের নগ্নছবি দেখে গোলাপগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তরুণীর বাবা। ওই মামলায় গ্রেপ্তার করে শুক্রবার তাকে (রাফি) আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ফায়দুল ইসলাম জানান, তরুণীকে বিরক্ত করার অভিযোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার তরুণের নিজের ফেসবুক আইডি থেকে তরুণীর আপত্তিকর (নগ্ন) ছবি ছড়িয়ে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার