ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১২

ওসমানীনগরে বিদ্যুতের পরিত্যক্ত খুঁটি ফেলে রাস্তায় ব্যারিকেড

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

ওসমানীনগরে মহাসড়ক সংলগ্ন একই স্থানে বার বার গাড়ি ডাকাতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর-ভাগলপুর-হলিমপুর রাস্তায় এ ঘটনাটি ঘটে। চালক ও যাত্রীদের প্রতিরোধ এবং গ্রামবাসী খবর পেয়ে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর-ভাগলপুর-হলিমপুর রাস্তায় বিদু্যুতের পরিত্যক্ত খুঁটি ফেলে ব্যারিকেড দিয়ে ভাগলপুর গ্রামের সিএনজি অটোরিক্সা চালক রবি বৈদ্যের গাড়ি আটক করে। এসময় তারা মোবাইল ফোনে বিষয়টি গ্রামের মানুষকে খবর দিয়ে গাড়িতে থাকা লোহার রড দিয়ে চালক ও যাত্রীরা ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে ডাকাতদের সাথে সংঘর্ষ হওয়ার এক পর্যায়ে গ্রামের বিপুল সংখ্যক মানুষ বের হয়ে আসলে অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গভীর রাত হলেই বাড়ি ফেরা এলাকার কর্মজীবী মানুষের মধ্যে আতংঙ্কে সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, একই স্থানে গত ২৮ ফেব্রুয়ারি ভাগলপুর গ্রামের ট্রাক চালক সাহাব উদ্দিন ডাকাতের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে গ্রামবাসী বের হয়ে ডাকাতদের ধাওয়া করলে এরা পালিয়ে যায়। একইভাবে, গত ১৩ ফেব্রুয়ারি ডাকাতরা ব্রিজে বাঁশ বেঁধে গাড়ি আটকিয়ে ভাগলপুর ও হলিমপুর গ্রামের কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভাগলপুর গ্রামের ভুক্তভোগী নুরুল ইসলাম থানায় অভিযোগ করলেও ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গত কয়েক মাস থেকে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের কয়েকটি পুরাতন খুঁটি ফেলে রাখায় ডাকাতরা এই খুঁটিগুলো ডাকাতির কাজে ব্যবহার করে গাড়ি আটক করে। সম্প্রতি, ভাগলপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার ৫টি গরু বাড়ি থেকে চুরি হয়। এসব ঘটনার পর গ্রামের কয়েকজন ডাকাত প্রতিরোধে রাতে উল্লেখিত রাস্তার পাশে পাহারা দেওয়া শুরু করলে ভাগলপুর গ্রামের রিক্সা চালক আব্দুল জলিলের ছেলে পিকআপ চালক কালাম মিয়াসহ আরো দুইজন তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পাহারা না বসাতে হুমকি দেন। এরপর থেকে রাস্তায় পাহারা দেওয়া বন্ধ হলে গত বুধবার গভীর রাতে আবার ডাকাতের কবলে পড়েন কয়েকজন। এসব ঘটনার পর কালাম গা-ঢাকা দিয়েছে।

অপরদিকে, গত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা দাশপাড়া রোডের প্রবাসী আব্দুল ছায়াদের রাহিম ভিলায় গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রবাসীর ঘরে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। গত ১৮ মার্চ দিবাগত রাতে তাজপুর-বালাগঞ্জ সড়কের মোল্লাপাড়াস্থ আনোয়ার টাওয়ার থেকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ব্যবস্থাপক তাপস বৈষ্ণবের ও পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত মাছুমুর রহমান চৌধুরীর মোটরসাইকেল চুরি হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন বলেন, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এমনকি চিহ্নিত চোর-ডাকাতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার