• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১২৫

দুবাইয়ে নিহত জসিমের পরিবারকে অনুদান

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

দুবাইয়ে ঘুমন্ত অবস্থায় নিহত জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পশ্চিম গর্দ্দনা গ্রামের জসিম উদ্দিনের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।  

জৈন্তাপুর উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে সংগ্রহকৃত সর্বমোট ৬০ হাজার ৫০০টাকা শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ৫টায় তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসময়ে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর আলম, সমাজসেবী জামাল আহমদ, সাংবাদিক জাহিদুল ইসলাম, দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম। 

উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলার পশ্চিম গর্দ্দনা গ্রামের মৃত মৌলা মিয়ার ৩য় ছেলে জসিম উদ্দিন গত ২১ জানুয়ারি দুবাইয়ের আবুদাবি মুছাফফা শহরস্থ একটি বাসায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন।

পরবর্তীতে তাঁর মৃতদেহ দেশে এনে দাফন করা হয়। 

সিলেট সমাচার
সিলেট সমাচার