ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১০

কানাইঘাট থানার নতুন ওসিকে বরণ, বিদায়ী ওসিকে সংবর্ধনা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বিয়ানীবাজার থানায় বদলী জনীত উপলক্ষে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে বরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জৈন্তাপুর মডেল থানা থেকে বদলী হয়ে কানাইঘাট থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ সহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা। নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বিদায়ী সংবর্ধিত ওসি তাজুল ইসলাম পিপিএমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম তার বক্তব্যে বলেন, কানাইঘাট থানায় দুই বছরের অধিক সময় কর্মরত থাকাকালীন সময়ে রাজনৈতিক মহল, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল মহল থানা পুলিশকে সহযোগিতা করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশের সেবা জনগনের দূরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে কারো মনে দুঃখ-কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ তার বক্তব্যে বলেন, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত থাকাকালীন সময়ে আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি পুলিশের সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সহিত কাজ করেছি। জৈন্তাপুরের পাশর্^বর্তী উপজেলা কানাইঘাট হওয়ায় এখানকার মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। সব ধরনের অপরাধ দমন ও আইন-শৃঙ্খলার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করব, যাতে করে পুলিশের ভাবমুর্তি আরো উজ্জ্বল করতে পারি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকীম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, থানার এস.আই দেবাশীষ শর্ম্মা। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ সহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা।

বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে থানার অফিসাররা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে ভূষিত করা হয়।

প্রসঙ্গত যে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের এক আদেশের মাধ্যমে গত ২৬ জানুয়ারী জেলার ৪ থানার অফিসার ইনচার্জদের রদবদর করা হয়। এর মধ্যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে বিয়ানীবাজার থানায় এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে কানাইঘাট থানায় বদলী করা হলে গতকাল শুক্রবার থারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার