ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭৫

দক্ষিণ সুরমায় শতাধিক একর জমি অনাবাদি থাকার আশংকা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

দক্ষিণ সুরমার গড়াইয়ার হাওরের কৃষকরা সেচ ব্যবস্থাপনার অভাবে বোরো মৌসুমে শতাধিক একর জমি কৃষির আওতায় নিয়ে আসতে পারছেন না। 

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি, কামুশানা, ধরাধরপুর, তেতলী ও তেলিবাজার সংলগ্ন সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কের পূর্ব -পশ্চিম পাশে গড়াইয়ার হাওর বিস্তৃত এই হাওরে আউশ- আমন সহ ব্যাপক বোর ফসল উৎপাদন করেন কৃষকেরা। বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার কারণে অধিকাংশ জমি পতিত থাকে। উঁচু জমিতে কিছু কিছু আউশ আমন ফসল উৎপাদন করেন কৃষকেরা। কিন্তু কৃষি বিভাগের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় কোন সুষ্ঠু সেচ ব্যবস্থা না থাকায় কৃষকরা বোরো ফসল উৎপাদনে পিছিয়ে পড়েন। বিগত কয়েক বছর থেকে এই হাওরে কয়েকজন কৃষক নিজ উদ্যোগে সুরমা নদী থেকে সেচের পানি উত্তোলন করে বোরো ফসল উৎপাদন করছেন। 

এই কৃষকদের মধ্যে বরইকান্দি গ্রামের জালাল হোসেন জানান, সুরমা নদী থেকে সেচের পানি উত্তোলন করে বরো ফসল উৎপাদন কষ্ট সাধ্য ও ব্যয় বহুল। এছাড়া অনেক টাকা খরচ করে ফসল ফলানোর টর ভয়াবহ বন্যায় জমির ফসল নষ্ট হয়ে যায়। ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিস, সংশ্লিষ্ট এলাকায় উপ সহকারী কৃষি অফিসার কৃষকদের পানি সেচসহ অন্যান্য সহযোগিতায় এগিয়ে আসলে কৃষকরা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন এবং কৃষি উৎপাদনে উৎসাহিত হবে।  

লাউয়াই গ্রামের আলী আহমদ খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। সরকার কোন কৃষি জমি যেন অনাবাদী না থাকে এজন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। কৃষি বিভাগকে সেচ, সার ও কৃষি যন্ত্রপাতি সহ কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। গড়াইয়ার হাওরে কৃষি ক্ষেতের জন্য বরো মৌসুমে সেচের ব্যবস্থা করে দেয়ার জন্য জোর দাবী জানান।  

দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার মো. রাজীব হোসেন এ প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান, তিনি দক্ষিণ সুরমা উপজেলায় নতুন যোগদান করেছেন। বিষয়টি তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট কৃষকরা দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করলে বিএডিসি প্রতিনিধি ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার