ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৮

গোয়াইনঘাট উপজেলায় শিক্ষক দিবস উদযাপন

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিক্ষক দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের সম্মেলিত শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গোয়াইনঘাট উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ও গোয়াইনঘাট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুনিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন বলেন, সব সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ায় ফিনল্যান্ডে সবচেয়ে মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন। কিন্তু ভারতবর্ষে এটা সম্পূর্ণ বিপরীত। শিক্ষা বিভাগগুলো এখানে অবহেলিত। ফলে একজন শিক্ষা ক্যাডার চান অন্য ক্যাডারে যেতে। কারণ অন্য বিশেষ ক্যাডারগুলোতে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে একজন শিক্ষককে তাঁদের সামনে নতজানু হয়ে থাকতে হয়।

আমাদের দেশে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এর জন্য শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যমান ব্যবস্থা দায়ী। শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে। পরিচালনা কমিটিতে থাকেন দলীয় ও অল্পশিক্ষিত লোকজন। তাঁদের কথামতো না চললে উচ্চশিক্ষিত শিক্ষকদের চাকরি থাকে না। শিক্ষকদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধা অন্যান্য যেকোনো ক্যাডারের চেয়ে অনেক কম। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা।

তিনি বলেন, শিক্ষার্থীরা আজকাল খাতা-কলম নিয়ে লেখাপড়ার চেয়ে ডিভাইস ও প্রযুক্তিমুখী হয়ে যাচ্ছে। তথ্যপ্রবাহের অবাধ স্বাধীনতা ও ডিজিটাল ডিভাইস সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা নানা অপকর্মে জড়িয়ে বিপথগামী হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষকদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। কোনো সময়ই শিক্ষকদের অর্থবিত্ত ছিল না, হয়নি। তাই বলে একজন আদর্শ শিক্ষক জ্ঞান বিতরণে কোনোকালেই থেমে যাননি, ভবিষ্যতেও যাবেন না। এটাই হোক শিক্ষক দিবসে শিক্ষকের শপথ। একজন শিক্ষক হয়তো অর্থ বা ক্ষমতার দিক দিয়ে বড় কেউ নন; কিন্তু মহত্ত্ব এবং মর্যাদার দিক থেকে সবচেয়ে উঁচু জায়গায় তাঁদের অবস্থান। ম্যানকে হিউম্যান বানানোর কারিগর সব শিক্ষককে শ্রদ্ধা আর ভালোবাসা। শুভ শিক্ষক দিবস।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কান্তি রায়, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুস শহীদ, বারহাল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, পুকাশ সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম প্রমুখ।

সিলেট সমাচার
সিলেট সমাচার