• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৯০

ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫টি ইউনিয়নে ৫ লক্ষ টাকা বিতরণ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিগত ভয়াবহ বন্যায়  ক্ষতিগ্রস্থ ৫টি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছে সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক)।মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুদান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে বিতরণ কার্যক্রমের প্রথম ধাপে প্রায় ২শত পরিবারকে নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। 

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ইউপি সদস্য দিলা মিয়া, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বদরুল আমীন,  সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী জুলহান, আরকে দাস চয়ন, সহযোগী সদস্য ছামী হায়দার। 

বুধবার (২৬ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলার বাকী ৪ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে দাতা সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক) এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিষদ ও গ্রহীতা পরিবার। 

সিলেট সমাচার
সিলেট সমাচার