ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৫

সিলেটের বন্যায় একই ইউনিয়নের ২২শ’ পরিবার গৃহহারা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ মে ২০২২  

সিলেটের আকস্মিক চলমান বন্যার পানি নামতে শুরু করেছে। ঘরে ফিরে মেরামত ও ধোঁয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন সিলেটবাসী। তবে এর মধ্যে নতুন উদ্বেগের খবর পাওয়া গেছে। অনেক মানুষ তাদেরহ আশ্রয় হারিয়েছেন।

বানের তোড়ে ভেসে গেছে অনেকের কাঁচা ঘরবাড়ি। কারো ঘর মাটির সঙ্গে মিশে গেছে তুফানে। সেসব পরিবারের লোকজন এখন আশ্রয় নিয়ে থাকছেন অন্যের বাড়িতে। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।
 
মঙ্গলবার (২৪ মে) বন্যা পরবর্তী সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

একই গ্রামের শুজুর মিয়ার বসতঘর গত সোমবারের তুফানে মাটির সঙ্গে গুঁড়িয়ে গেছে। নতুন ঘর নির্মাণ কিভাবে করবেন নিজেই জানেন না। তিনি বলেন, ‘বন্যায় ঘরে পানি উঠেছে। আর তুফানে ঘর মাটিতে মিশিয়ে দিয়েছে। তাই খুব কষ্ট করে অন্যের বাড়িতে থাকছি। ’                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

এদিকে ঘোড়ামাড়া গ্রামের ইসলাম উদ্দিনের কাঁচা বসতঘরও পড়ে গেছে। তিনিও পরের ঘরে আছেন। পশ্চিম পেকের খাল গ্রামের মৎস্যজীবী দিনেশ বিশ্বাস এবং রতন বিশ্বাসের বাড়িতে উঠেছে বন্যার পানি। আর তুফানে পড়ে গেছে বসতঘর।
 
এই এলাকায় যারা পানিবন্দি হয়েছেন, বাড়ির উঠানে থাকা চুলায় তাদের রান্না করা সম্ভব হয়নি। টিনের টুকরোতে, বেতের ঝাঁপিতে মাটির চুলো বানিয়ে রান্না করে দু'মুঠো অন্নের স্বাদ পাচ্ছেন কেবল। দুর্বিসহ জীবনযাপন তাদের। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, কিংবা আষাঢ়ের গল্পের মতে হতে পারে! অবস্থা দৃষ্টে সেসব দিনমজুরদের নিদারুণ কষ্টে যে কারো চোখের জল আসবে।
 
স্থানীয় ঘোড়ামাড়া, তুরুবাগ, পশ্চিম পেকেরখাল, লস্করকান্দি ঘুরে দেখা গেছে, ছালমা, দিনেস, মনফর, জৈন উদ্দিন, মাসুক, পাখি বিশ্বাস, ইন্তাজ আলী, তজমুল আলীদের পরিবারের রান্না চলছে টিন আর ঝাঁপিতে (টুকরি) তৈরি চুলায়।
 
গ্রামের ছুরন বিবির গল্প যেন আসমানির গল্পকেও হার মানায়। তিনি বলেন, ‘বাফরে (বাবারে) কিজাত (কি রমক) কষ্টে যে আছি, কিতা কইতাম? ছুলাত (চুলায়) আগুন ধরানিও যায় না। ’
 
সম্প্রতিকালের বন্যায় শুকুর মিয়া, ইসলাম, দিনেস ছুরন বিবির মত গৃহহারা হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।
 
সরেজমিন দেখা গেছে, গোয়াইনঘাট উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হাজারো মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুধুমাত্র এই ওয়ার্ডে অন্তত ১০ পরিবার সম্পূর্ণরূপে গৃহহারা হয়েছেন। এই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।
 
স্থানীয় ইউপি সদস্য উমর আলী বলেন, তার ওয়ার্ডে ভোটার সংখ্যা দেড় সহস্রাধিক। অধিকাংশ এলাকা এখনো পানিবন্দি। ফসলি জমি পানি তলিয়ে গেছে আগেই। বন্যা ও ঝড়-তুফানে বসতঘর ভেঙে গৃহহারা হয়ে পরা মানুষগুলো অন্যের বাড়িতে আশ্রিত হয়ে থাকছেন।
 
তিনি বলেন, অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
 
এ বিষয়ে গোয়াইনঘাটের ৮ নম্বর তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুকমান মিয়া বলেন, বন্যায় তার ইউনিয়নের প্রায় ২শ' মানুষ গৃহহারা হয়েছেন। এছাড়া পুরো ইউনিয়ন জুড়ে উপজেলা সদরের সঙ্গে সম্পৃক্ত সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পুনরায় কার্পেটিং, ইটসলিং করতে হবে।
 
তিনি বলেন, সোমবার উপজেলা প্রশাসনের মাসিক সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ইউপি সদস্যদের তালিকা প্রস্তুত করতে বলে দেওয়া হয়েছে।
 
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান, প্রকৌশলীকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই আমরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠাবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার