হেফাজত নেতাদের দুর্নীতির অনুসন্ধান কোন পথে?
সিলেট সমাচার
প্রকাশিত: ১ জুন ২০২৩

কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন আলোচিত হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুই বছর আগে দুর্নীতির অনুসন্ধান শুরু হলেও অদৃশ্য কারণে তা থমকে আছে। সর্বোচ্চ ৭৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করার কথা থাকলেও দুই বছর পেরিয়ে গেলেও তা শেষ হয়নি। কয়েক দফা অনুসন্ধান টিম পরিবর্তন কিংবা পুর্নগঠন হলেও এখন পর্যন্ত নেই তেমন কোনো অগ্রগতি। এমনকি রহস্যজনক কারণে হেফাজত ইসলামের কোনো নেতাকে জিজ্ঞাসাবাদও করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, ২০২১ সালের ২৬ মার্চের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সহিংসতা চালায় হেফাজতের নেতাকর্মীরা। পরে হেফাজতের ডাকা হরতালে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা হয়। অগ্নিসংযোগ করা হয় থানা, রেলস্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায়। কয়েকদিনের সহিংসতায় মারা যান ১৭ জন। পাশাপাশি অসংখ্য মানুষ আহত হন। এ ঘটনায় হেফাজতের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। হেফাজতের সেই সহিংস আন্দোলনে কোনো সন্ত্রাসী অর্থায়ন হয়েছে কিনা- তা খতিয়ে দেখতে ২০২১ সালের ৫ এপ্রিল হেফাজতের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরী, সাবেক মহাসচিব প্রয়াত নূর হুসাইন কাসেমী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মামুনুল হকসহ সংগঠনটির অর্ধশতাধিক শীর্ষ নেতার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ বাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এই নেতাদের বিরুদ্ধে সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজে আগত বৈদেশিক সহায়তা আত্মসাৎ এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এমন অভিযোগ সামনে রেখে মূলত অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে মামুনুল হকসহ হেফাজতের একাধিক নেতার বিরুদ্ধে একই সময়ে নানা অপরাধের তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটি হেফাজতে ইসলামের অর্থের জোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিতও করে। এর মধ্যে মামুনুল হকের ব্যাংক হিসাবে ছয় কোটি টাকার অস্তিত্ব পাওয়া গেছে বলেও দাবি করেছিল সংস্থাটি। দুদকের অনুসন্ধান টিম ডিবির এসব তথ্য-উপাত্তও আমলে নেয়। এছাড়া দুই দফায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রায় শতাধিক হেফাজত নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠায় বিভিন্ন ব্যাংকের কাছে। সেই তথ্য অনুযায়ী হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য যাচাই-বাছাইয়ে গরমিল পাওয়া যায়। যার একটি অগ্রগতি প্রতিবেদন তখন দুদকেও পাঠানো হয়।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট ও দুদকের গোয়েন্দাদের যাচাই-বাছাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৭ মে দুদক পরিচালক মো. আকতার হোসেন আজাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। অনুসন্ধানের শুরুতেই দুদক টিম বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), নির্বাচন কমিশন, পাসপোর্ট, ভূমি মন্ত্রণালয়সহ ১১টি দপ্তরের কাছ তথ্য চেয়ে চিঠি দেয়। এর মধ্যে কয়েক দফা পরিবর্তন করা হয় টিম। সম্প্রতি সেই কমিটি আবারো পুনর্গঠন করা করা হয়। তাতেও অনুসন্ধান কার্যক্রমে গতি ফেরেনি। এমনকি এখন পর্যন্ত সম্পদের তথ্য চেয়ে কমিশন থেকে কোনো নোটিসও পাঠানো হয়নি হেফাজত নেতাদের। ফলে হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ করা থেকে শুরু করে অনুসন্ধানে তেমন কোনো অগ্রগতি নেই বলে অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মুখ খুলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, আমরা যে কোনো অভিযোগ পেলে সেটা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করি। হেফাজত নেতাদের বিষয়ে অনুসন্ধানের জন্য কমিটি করে দেয়া হয়েছে। কমিটি বিষয়টি দেখছে। তদন্ত প্রক্রিয়ায় যাকে যখন জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত অনুসন্ধান টিম কমিশনে কোনো প্রতিবেদন দাখিল করেনি। অনুসন্ধান টিম কমিশনে প্রতিবেদন দাখিল করলে কমিশন সেটার ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম ২০১০ সালে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। এরপর ২০১১ সালে বাংলাদেশ নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতিমালা নিয়ে তীব্র বিরোধিতায় মাঠে নামে। এরপর ২০১৩ সালে ব্লগারদের ফাঁসির দাবি এবং মুক্তিযুদ্ধে মানবতাবিরোধীদের বিচার বানচালের উদ্দেশে ৫ মে ঢাকায় লংমার্চ এবং শাপলা চত্বরে সমাবেশ করে সংগঠনটি সবার নজরে আসে।

- নতুনদের নিয়ে কাজ করতে আগ্রহী হৃদয় খান
- তামিম দল থেকে বাদ পড়ার বিষয়ে যা বললেন নান্নু
- প্রকাশ্যে ঝোলানো হয়েছিল স্বৈরাচার মুসোলিনির লাশ
- স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক
- জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু
- দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ
- দেশে প্রথম ‘ডিজিটাল সনদ’ পাবেন শাবি শিক্ষার্থীরা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
- বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর
- ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা
- আওয়ামী লীগের পাঁচ টার্গেট
- জমি-ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ কমছে
- আখাউড়া-আগরতলা রেল উদ্বোধনের অপেক্ষায়
- ট্রেনে পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী
- খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
- জায়েদ-সায়ন্তিকা মিলে ফাঁসিয়ে দিল আমাকে: প্রযোজক
- বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক শান্ত
- কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২
- নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখান মির্জা ফখরুল:কাদের
- সিলেটে নাট্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
- সংবিধান সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব : প্রধান বিচারপতি
- খালেদা জিয়া নিজেকে কি রাজা-বাদশাহ মনে করেন, প্রশ্ন শিক্ষামন্ত্রীর
- ৩০ বছর পর পশ্চিম তীরে সৌদি দূত
- ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিকম্প সহনীয় বিল্ডিং নির্মাণ জরুরী: রাকিব
- মার্কিন ভিসানীতি নির্বাচন কমিশনের বিষয় না : ইসি আনিছুর
- মৌলভীবাজারে শুদ্ধ সংগীতচর্চা করে আসছে গান পাঠশালা
- রাজশাহী সিটি কাউন্সিলরদের সাথে সিসিকের মতবিনিময়
- সাকিবের চাওয়াতেই বিশ্বকাপে রাখা হচ্ছে না নাফিসকে?
- ভারতীয় কাপড়ের বড় চালান জব্দসহ কোম্পানীগঞ্জে আটক ২
- আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : হবিগঞ্জে শিক্ষামন্ত্রী
- ঘরে ঘরে জ্বর, সাবধান থাকবেন যেভাবে
- শাবিতে বাংলার কিছু শিক্ষার্থীর ড্রপ সংস্কৃতির চর্চা, ক্ষোভ
- আরেকটি রানওয়ে হচ্ছে শাহজালালে
- ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃ ত্যু
- জাতিসংঘের অধিবেশনে
শেখ হাসিনাসহ যোগ দিচ্ছেন শতাধিক রাষ্ট্রপ্রধান - উড়াল-পাতাল মিলেই চলবে মেট্রোরেল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
- বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল
- ২২০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র হচ্ছে চকরিয়ায়
- আয়কর রিটার্ন
রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর - যুক্তরাষ্ট্রকে ৩৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
- চা শ্রমিক-কর্মচারীদের নিম্নতর মজুরি ঘোষণা
- কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ড. ইউনূস আসলে কী চান?
- দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনা মন্ত্রী
- ব্রিটিশ আমলের ম্যাপ ধরে নির্ধারণ হবে ৫০০ নদ-নদীর সীমানা
- সুনামগঞ্জ থেকে বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
- জগন্নাথপুরে কবিরাজের কাছে গিয়ে সম্ভ্রম হারালেন তরুণী!
- ৪০০ দামি গাড়ির মালিক ব্যাঙ্গালুরুর এই নরসুন্দর!
- প্রথম প্রেম কেন ভুলে যাওয়া সবচেয়ে কঠিন
