• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
৮৯

বুদ্ধিমান পুরুষের খোঁজ করছেন এই তরুণী

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

এই তরুণীর বসবাস আমেরিকায়। পেশায় তিনি একজন মডেল-আইনজীবী। তরুণীর নাম ডেনিস রোচা । তিনি ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিলেন শুধুমাত্র বুদ্ধিমান পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। 

ঐ নারীর দাবি, সেখানে সবাই তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হন। কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন না। যা ডেনিসের জন্য সত্যিই খুব বিড়ম্বনার।

পেশার কারণে তাকে বিভিন্ন যৌনগন্ধি সাজে ছবি তুলতে হয়। সমাজমাধ্যমে দিতেও হয় কখনো কখনো । পুরুষদের উত্তেজিত করে এমন ছবি তোলার সঙ্গে কিন্তু তার ব্যক্তিগত জীবনের পছন্দ-অপন্দ নির্ভর করে না বলেই তিনি জানান।

ডেনিসের দাবি, ঐ সাইটে যোগ দেওয়ার পর থেকেই তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে। যৌনতা নিয়ে তার চিন্তাভাবনা কেমন, সে বিষয়েও নীতিপুলিশগিরি শুরু করেন সবাই। ঐ তরুণী স্পষ্ট করেই বলেন, ‘কে কত সুন্দর, তা দেখে আমি পুরুষদের বিচার করি না। বরং খুব কঠিন বিষয় নিয়েও যারা সহজে কথা বলতে পারেন, তাদের প্রতি আমি আকৃষ্ট হই। আমার মনে হয় বেশির ভাগ মেয়ে এমনটাই ভাবেন। কারণ, সৌন্দর্য তো ক্ষণস্থায়ী।’

সূত্র: আনন্দবাজার

সিলেট সমাচার
সিলেট সমাচার