• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
৬২

ধ্বংসস্তুপের ভেতর থেকে ভিডিও পাঠিয়ে আটকে পড়াদের বাঁচার আকুতি

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

সোমবারের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে রীতিমত ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বহু শহর। ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এরইমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। এদিকে বিধ্বস্ত হওয়া বাড়ি-ঘরের নীচে এখনো বহু মানুষ চাপা পড়ে রয়েছে।

তুরস্কের এক সাংবাদিক জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে পড়া মানুষেরা তিনি ও তার সহকর্মীদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।

ইস্তাম্বুলে কাজ করা ওই সাংবাদিক ইব্রাহিম হাসকোলোগ্লু বলেন, ‌‘মানুষজন এখনও ভবনের নিচে চাপা পড়ে আছে। তারা সাহায্য চায়।’

ইব্রাহিম মূলত ভূমিকম্প কবলিত মালাতিয়ার বাসিন্দা। তিনি জানিয়েছেন, শিগগিরই বাড়ি ফিরতে চান তিনি। মানুষকে সাহায্য করতে চান।

ইব্রাহিম জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে থাকা মানুষেরা তাদের অবস্থান জানিয়ে তাকে ও অন্যান্য সাংবাদিকদের অডিও ও ভিডিও বার্তা পাঠাচ্ছে।

আটকে পড়া মানুষরা বাঁচার জন্য সম্ভাব্য সব উপায় অবলম্ব করে সাহায্যের আবেদন জানাচ্ছে।

এদিকে ধ্বংসাবশেষের নিচে থাকা অবস্থায় অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন তুরস্কের এক জনপ্রিয় ইউটিউবার। ভিডিওতে তিনি নিজ বাড়ির ধ্বংসস্তূপে আটকেপড়া মাকে ও নিজেকে উদ্ধারে আকুল আবেদন জানিয়েছেন।

ফিরাত ইয়ায়লা নামের ওই ইউটিউবার চার্মকুয়েল নামে একটি চ্যানেল পরিচালনা করেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওটি অন্ধকারের মধ্যে ধারণ করা হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার সময় তিনি ফুঁপিয়ে কাদছিলেন।

সূত্র: বিবিসি, নিউজউইক

সিলেট সমাচার
সিলেট সমাচার