ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৭

যে কারণে নিজেকে ‘সৌভাগ্যবান’ বললেন সালমান রুশদি

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সালমান রুশদি নিউইয়র্কে গত বছর ছুরি হামলার শিকার হওয়া পর প্রথম এক সাক্ষাৎকারে তার অনুভূতি প্রকাশ করেছেন।

‘দ্য নিউইয়র্কার’ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে হামলা থেকে বেঁচে যাওয়ার জন্য নিজেকে ‘সৌভাগ্যবান’ উল্লেখ করে তিনি। খবর আরব নিউজের।

হামলার পর ঘটনাস্থলে এবং হাসপাতালে যারা তাকে চিকিৎসাসেবা দিয়েছেন তাদের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানান রুশদি।

গত বছর আগস্টে শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন বুকারজয়ী এ লেখক। যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনই এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।

৭৫ বছর বয়সি রুশদির ঘাড়ে ও শরীরে জখম হয়েছে বলে নিউইয়র্ক পুলিশ জানায়। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ছয় সপ্তাহ চিকিৎসাধীন।

কর্তৃপক্ষ জানিয়েছিল, তার ঘাড়ে ও পেটে অন্তত একবার করে ছুরিকাঘাত করা হয়েছে। পরে রুশদি এক চোখের দৃষ্টিশক্তিও হারান।

১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন এর লেখক রুশদি। তার এ উপন্যাস বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল এবং বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

রুশদি বলেন, বড় আঘাতগুলো মোটামুটি সেরে গেছে। আমার হাতের বুড়ো আঙুল, তর্জনী এবং হাতের তালুর অর্ধেকাংশে আমি অনুভূতি পাচ্ছি। আমি হাতের অনেক থেরাপি নিচ্ছি। সেটি ভালো কাজ দিচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

তবে আঙুলের ডগায় অনুভূতি ভালো না থাকায় টাইপ করা এবং লিখতে কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন রুশদি।

হামলার ঘটনা তার মনেও দাগ কেটে গেছে জানিয়ে রুশদি বলেন, তাকে তার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

রুশদির ওপর হামলার ঘটনায় পুলিশ হাদি মাতার (২৪) নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে। সেই ব্যক্তি নিউজার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা। তিনি একটি পাস কিনে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিল এবং দর্শক সারি থেকে উঠে এসেছিলেন।

সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে মুম্বাইয়ে এক কাশ্মীরি মুসলিম পরিবারে, ভারত ভাগের ঠিক আগে আগে। ১৯৮১ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হলে লেখক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।

ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ছকে ফেলে জাদু বাস্তবতার মিশেলে লেখা তার সেই উপন্যাস ম্যান বুকার পুরস্কার জিতে নেয়। শুধু যুক্তরাজ্যেই বইটি বিক্রি হয় ১০ লাখ কপির বেশি।

১৯৮৮ সালে তার বিতর্কিত ও কুখ্যাত গ্রন্থ ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর প্রায় ১০ বছর আত্মগোপনে ছিলেন রুশদি।

সিলেট সমাচার
সিলেট সমাচার