• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৬৪৯

প্যারাসিটামল খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

কথায় আছে- ‘প্যারাসিটামল দুই বেলা’। আমরাও যে কোনো কিছুতে নির্দ্বিধায় প্যারাসিটামল সেবন করি। তবে প্যারাসিটামলের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সাবধান করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্যারাসিটামল বেশি খেলে আসতে পারে মহাবিপদ।

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের প্যারাসিটামল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। উচ্চ রক্তচাপ রয়েছে এমন ১১০ জন ব্যক্তির উপর একটা সমীক্ষা করেছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। দু’সপ্তাহ ধরে প্রত্যেক দিন তাদের চারটি করে প্যারাসিটামল খাওয়ানো হয়।

সমীক্ষায় দেখা যায় ওই সমস্ত রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্যারাসিটামল। যা প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। তাই চিকিৎসকদেরও প্যারাসিটামল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

জ্বর বা মাথা যন্ত্রণা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল খাওয়া যায়। কিন্তু তেমন কোনো কারণ ছাড়া খাওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সিলেট সমাচার
সিলেট সমাচার