ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৮৮

পরিচালকের অভিযোগ নিয়ে যা বললেন মিথিলা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও নিরব অভিনীত ‘অমানুষ’ সিনেমা নিয়ে জট পাকিয়েছেন এর পরিচালক নির্মাতা অনন্য মামুন। মিথিলার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। সংবাদ সম্মেলন করারও হুশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মিথিলার একটি ছবি নিজের ওয়ালে পোস্ট করেন অনন্য মামুন। 

ক্যাপশনে লেখেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে... এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনো দিন কাউকে নিয়ে বলিনি... এবার বলব।’

অনন্য মামুনের সেই স্ট্যাটাসের পর তোলপাড় শুরু হয়। যদিও বিষয়টির রহস্যের জট খোলেনি এখনো। কারণ মিথিলার পক্ষ থেকেও রহস্যের উন্মোচন করা হয়নি।

হঠাৎ কী এমন হলো যে, মিথিলার বিরুদ্ধে অভিযোগ তুললেন ‘অমানুষ’ নির্মাতা অনন্য মামুন? 

ধোঁয়াশা পরিষ্কারে বর্তমানে ভারতে অবস্থানরত অভিনেত্রী মিথিলার সঙ্গে যোগাযোগ করা হয়। 

নির্মাতার অভিযোগ প্রসঙ্গে কথা বলতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই বলব না। সময় হলেই সত্য সামনে আসবে।’

তিনি আরো বলেন, ‘বলুক আর না বলুক, সত্য চাপা থাকে না। বের হয়ে আসবেই। সবাই শিল্পীদের পাশে থাকুন, ভালো সিনেমার সঙ্গে থাকুন। আপাতত আমার এটুকুই অনুরোধ।’

অর্থাৎ উন্মোচনের বদলে রহস্য আরো ঘণীভূত হলো।

ওই স্ট্যাটাসের প্রসঙ্গে অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, ‘এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। অনেক অন্যায় করেছেন তিনি (মিথিলা) আমাদের সঙ্গে। আমি সিদ্ধান্ত নিয়েছি ২০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরব।’

এদিকে নির্মাতা অনন্য মামুনের ওই স্ট্যাটাসের পর থেকেই ফেসবুকে শুরু হয়েছে প্রতিবাদ। মামুন অনুসারীরা ‘হোক প্রতিবাদ’ হ্যাশট্যাগ দিয়ে বিষয়টি ভাইরাল করেছে নেটদুনিয়ায়। 

‘অমানুষ’ সিনেমায় মিথিলার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব। পর্দার বাইরে ভালো বন্ধু হলেও মিথিলাকে ছেড়ে কথা বলেননি। 

ফেসবুকে তিনি লিখেছেন, ‘অথচ কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক মামুন ভাই বলবে, আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? আমিও এবার বলব।’ নিরবের সেই পোস্ট শেয়ার করে অনন্য মামুন লিখেছেন- ‘হোক প্রতিবাদ’।

এই সিনেমারই আরেক অভিনেতা আর এ রাহুল লিখেছেন, ‘এতোদিন সবাই চুপ ছিলাম! মানুষের মতো হলেও কিন্তু সবাই মানুষ হয় না। আমাদের ডিরেক্টর মামুন ভাই যেহেতু মুখ খুলেছে, তাই আমিও কিছু বলব... জাস্ট ওয়েট!’ 

প্রসঙ্গত, মিথিলা কলকাতায় ‘মায়া’ সিনেমার শুটিং শেষ করেছেন সম্প্রতি। এরইমধ্যে নতুন দুটি সিনেমার  খবর জানিয়েছেন মিথিলা। রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ সিনেমায় কাজ করবেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন ববি চক্রবর্তী। এছাড়াও ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ্যা ন্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। এতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

সিলেট সমাচার
সিলেট সমাচার