• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
৬০

সুনিলের ঘরে দুই বিয়ে

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

বলিউডে চলছে বিয়ের মৌসুম। ২০২১ সালে শেষের দিকে বেশ কয়েকজন তারকার বিয়ে হয়েছে। এবার সুনিল শেঠির ঘরে দুটি বিয়ের আয়োজন হতে চলেছে।

অভিনেতার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, এই বছরেই কন্যা আথিয়া শেঠি ও পুত্র অহন শেঠিকে বিয়ে করাবেন সুনীল। তাই ২০২২ সালে বলিউড অভিনেতার ঘরে দুটি বিয়ের আয়োজন হতে যাচ্ছে বলাই যায়।  তিন বছর ধরে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন সুনীল কন্যা আথিয়া। আর পুত্র অহনও প্রেমের সম্পর্কে আছেন তানিয়া শ্রফের সঙ্গে এবং তাদের প্রেমের সম্পর্ক বেশ মজবুত বলেও জানা গেছে।

এদিকে চলতি বছর আথিয়া-রাহুলের চার হাত এক হলেও অহন-তানিয়ার বিয়ের বিষয়টি নিয়ে ক্ষাণিকটা শঙ্কা রয়েছে। কেননা ফিল্ম ক্যারিয়ারে সম্প্রতিই পা রেখেছেন অহন। সুতরাং, ফিল্ম ক্যারিয়ারে তার সাফল্য কতটা আসে সেটিও এখন প্রশ্নের বিষয়।

বলিউডে অহনের ডেবিউ সিনেমার নাম ‘তাড়াপ’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তারা সুতারিয়া।

সিলেট সমাচার
সিলেট সমাচার