• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
২৩

‘ব্যাটারদের কষ্ট হবে, তাই উদযাপন করি না’

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস ইউনিটে যেন বসন্তের হাওয়া বইছে। পুরো পেস ইউনিটকে এভাবে একই সঙ্গে শেষ কবে ধারাবাহিক পারফর্ম করতে দেখা গেছে সেটা মনে করা মুশকিল। অথচ সাম্প্রতিক সময়ে যেন আকাশে উড়ছেন পেসাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে তিন পেসারই দুই বা ততোধিক উইকেট পেয়েছেন। যেখানে ৫ উইকেট শিকার করে ম্যাচ জয়ের নায়ক হাসান মাহমুদ।

ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট পেলেন। দিনটা হাসানের জন্য একটু বিশেষই। তবে এমন আগুন ঝরানো পারফরম্যান্সের দিনেও উদযাপনে সাদা-মাটা এ পেসার। ব্যাপারটাকে ‘স্পিরিট অব গেমের’ দৃষ্টিকোণ থেকে দেখলে পুরোটাই ইতিবাচক।

তারপরও অনেকের মধ্যে কৌতূহল, উদযাপনে কেন সাদা-মাটা থাকবেন এ তরুণ পেসার? বাইশগজে পেসারদেরতো বরবরই আগ্রাসী উদযাপন করতেই দেখা যায়। উত্তরে হাসান বলেন, ‘(উদযাপন) করি না, এমনিতেই। ব্যাটারকে আউট করলে তার আরেকটু বেশি খারাপ হবে হয়তো। এটা ভেবে করি না।’

প্রথমবার ৫ উইকেট শিকার প্রসঙ্গে হাসান বলেন, ‘প্রথমত বলবো এটা আমার প্রথম পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে, তারা গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা করছি নিজেদের উন্নতি করার।’

সিলেট সমাচার
সিলেট সমাচার