• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
২১

১০ কেজি গাঁজাসহ আটক তরিকুল কারাগারে 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

রাজধানীর তেজগাঁও থানা এলাকায় দশ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি মো. তরিকুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত এ আদেশ দেন। 

এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন। 

গতকাল বুধবার দুপুরে তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। 

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান জানান, একজন মাদক কারবারি পশ্চিম নাখালপাড়া এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তারিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার