• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মিথিলাকে নতুন রূপে তুলে ধরবে ‘মেঘলা’ শত বর্ষ পরে বই ফেরত এলো গ্রন্থাগারে বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি! বিদেশ থেকে সোনা আনতে খরচ বাড়ছে
৬০

শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ: ভূমিমন্ত্রী

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, যে চক্র সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদের আশা কখনো পূরণ হবে না। বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের পাশে ছিলেন, জনগণও তার পাশে আছে। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ আছে।

সোমবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পদ্মাসেতু চালু হয়েছে। কিছুদিনের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল চালু হবে। উন্নয়নের ধারায় পাল্টে গেছে দেশের চিত্র। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে।

সভায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার