সারা বিশ্ব থেকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীকে
সিলেট সমাচার
প্রকাশিত: ২৫ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে গতকাল বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ। আনুষ্ঠানিক চিঠি, বিবৃতি, ভিডিও বার্তা ও রাষ্ট্রদূতদের বক্তব্যের মাধ্যমে এসব অভিনন্দন জানানো হয়।
গতকাল ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অভিনন্দনের কথা উল্লেখ করে বলা হয়, পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্যকে উৎসাহিত করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে। মানুষ ও পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ প্রসারে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হলো পদ্মা সেতু। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সমাপ্তিতে, আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সেদেশের জনগণকে পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এই সেতুটির উদ্বোধন এক দৃষ্টান্ত উদাহরণ।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গতকাল এক ভিডিও বার্তায় ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, পদ্মা সেতু আমার কাছে সাহসের, সংকল্পের এবং সমৃদ্ধির প্রতীক। লি জিমিং বলেন, ‘আগামীকাল (আজ) একটি মহৎ দিন! বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে, আর এক দশকের স্বপ্ন পূরণ হতে চলেছে! এ পর্যায়ে আমি এই অসামান্য অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই! নিজের অর্থে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে সাহসিকতার প্রশংসা করে চীনের রাষ্ট্রদূত বলেন, সেতুটি আমার কাছে সাহসের একটি প্রতীক। স্বল্পোন্নত দেশ বাংলাদেশ এমন সেতু নির্মাণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তারপরও বাংলাদেশের মানুষ তাদের স্বপ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এর শতভাগ নির্মিত হয়েছে। এতে প্রতীয়মান হয় যে যদি সাহসের কোনো সীমা না থাকে, তবে আকাশ তার সীমা। গত বুধবার অভিনন্দন জানিয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, অভিনন্দন বাংলাদেশ! আমি এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যেক বন্ধুকে অভিনন্দন জানাই। বাংলাদেশের পক্ষে নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করা কঠিন কাজ ছিল। আমি বিশেষভাবে বলতে চাই, ভারতীয় হিসেবে আমরা ভালোভাবে অনুভব করি যে, এটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ‘অব্যাহত ও দৃঢ় সাহসী সিদ্ধান্ত’। দোরাইস্বামী বলেন, পদ্মা সেতু শুধু দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অর্থনীতিকেই নয় বরং উপ-অঞ্চল এবং স্পষ্টতই ভারতকেও সংযুক্ত করবে।
এদিকে, গতকাল সন্ধ্যায় ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, যুগান্তকারী এই প্রকল্পের সফল সমাপ্তিতে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই প্রকল্পটির সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এই সাফল্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রমাণ করে এবং এতে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, যা আমরা অবিচলভাবে সমর্থন করে এসেছি যখন বাংলাদেশ একাই এই প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
ভারতের বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি ভারত ও বাংলাদেশের মধ্যের সাধারণ অঞ্চলগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে দরকারি লজিস্টিকস্ ও ব্যবসার জন্য প্রয়োজনীয় গতি প্রদান করবে। এই সেতুটি আমাদের দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে পদ্মা সেতু উদ্বোধনের তাৎপর্যপূর্ণ এই উপলক্ষটিতে ভারতের জনগণ আবারও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে অভিনন্দন জানাচ্ছে।
সেই দৃষ্টিকোণ থেকে, দীর্ঘকাল ধরে উপ-অঞ্চল জুড়ে সংযোগ বাড়ানোর সুযোগের অপেক্ষায় থাকা দেশ হিসেবে ভারতে আমরা আনন্দিত।
গত সোমবার রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। রাশিয়া দূতাবাস থেকে পাঠানো অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, এটি প্রশংসনীয় যে এ উচ্চাভিলাষী মেগা প্রকল্পটি সম্পূর্ণরূপে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে। পদ্মা সেতু একটি সত্যিকারের গেম চেঞ্জার। কারণ এটি আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, কর্মসংস্থান, পর্যটন ও অন্যান্য অনেক ক্ষেত্রে সুযোগ প্রসারিত করবে। নিঃসন্দেহ এটি জাতীয় জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপকভাবে অবদান রাখবে।

- সিলেট-চট্টগ্রাম রুটে বগি বৃদ্ধির জন্য পররাষ্ট্রমন্ত্রীর ডিও
- বানিয়াচংয়ে ১৭ বছর ধরে পলাতক নজরুল গ্রেফতার
- বাতিলই হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচ
- মুক্তিযুদ্ধ ও ফুটবলের লড়াই নিয়ে আসছে ‘দামাল’
- শাবি শিক্ষার্থীদের অভিযোগ : কল ধরেন না প্রক্টর, থাকেন না অফিসেও
- রাশিয়ায় কী কারণে সেনা পাঠাচ্ছে চীন?
- থাইল্যান্ডে একসঙ্গে ১৭ স্থানে বিস্ফোরণ
- জেনে নিন অভাব-অনটন দূর করার দোয়া
- শুভ জন্মাষ্টমী আজ
- সিলেটে উদ্বোধনের অপেক্ষায় ৮টি আশ্রয়কেন্দ্র ও ত্রাণগুদাম
- ফ্রিজে রাখা বিরিয়ানি খেয়ে মুহূর্তেই নিথর হলো ভাই-বোন
- বড়লেখায় ৮ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা
- মাত্র ৩০ মিনিটে রান্না করুন ‘চিকেন রাইস’
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- এক ঘণ্টায় শেষ বাংলাদেশের ম্যাচের সব টিকিট
- চিকিৎসকের পাশবিকতা থেকে রক্ষা পেল না নার্স
- নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট
- জাতীয় দলে ‘ওপেন’ করবেন মুশফিক!
- কেকেআরের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
- বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পলাতক সৎ মা
- মার্কেটে একসঙ্গে অপু-নিরব
- মাত্রই তো ফিরলাম, অনেক সুখবর আছে: শাকিব খান
- জেএমবির পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড
- বঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন
- অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান
- ম্যানইউ কিনে নিচ্ছেন ইলন মাস্ক!
- প্রাইভেটকারে গার্ডার: ক্রেনচালকসহ ৯ জন গ্রেফতার
- দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার সেই তরুণী
- লালপুরে পুকুরে ডুবে নিথর হলো ২ শিশু
- শচীন মারিয়াকে বললেন ‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’
- অনাগত সন্তানের জন্য রাজ-পরীর প্রস্তুতি
- তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা!
- আবারো কি মা হচ্ছেন প্রিয়াঙ্কা
- বর্ষার ‘যত্ন দ্য কেয়ার’
- ‘সেক্সি’ অবতারে শ্রাবন্তী, দৃশ্যমান ‘বুড়ি’র বক্ষ বিভাজিকা
- কিসের অপেক্ষায় রাজ-পরীমনি
- অসুস্থ শরীরে ‘পরাণ’ দেখতে এসে কাঁদলেন পরীমনি
- ছেলের মা হচ্ছেন পরীমনি, কেনাকাটায় মিললো আভাস!
- ‘পরাণ’ দেখে কাঁদলেন পরী
- নায়িকা দীঘি বললেন, ‘১ লাখ, ইয়েস’
- জয়ার নীল দুনিয়া, গভীর রাতে ভক্তদের মনে বড় ‘ধাক্কা’
- যে কারণে টিকটক করা বাদ দিচ্ছেন দীঘি
- আমিও একজন প্রাউড মাদার হবো: পরীমনি
- শাকিব খান ও সাকিবকে একসঙ্গে দেখতে লাগবে ২০ হাজার টাকা
- এটিই এখন বড় চমক: অনন্ত জলিল
- ইত্যাদি এবার কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে
- দর্শকের চাপে বাড়লো ‘হাওয়া’র শো, নামলো হলিউডের ‘থর’
- বাঙালি অভিনেত্রীর বোল্ড ছবি, বোমা ফাটাচ্ছে নেটপাড়ায়
- ভবিষ্যতে এ ধরনের ভিডিও আর বানাবো না: হিরো আলম
- পাটের শাড়ি অঙ্গে জড়িয়ে তাক লাগালেন মনামী
