ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮১

জামালগঞ্জে হারিয়ে যাচ্ছে বিশ্ব ঐতিহ্যের অংশ পাটি বুনন শিল্প

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০  

জামালগঞ্জে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছে বিশ্ব ঐতিহ্যের অংশ শীতল পাটি বুনন শিল্প। ২০১৭ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো কর্তৃক শীতল পাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করলেও নানা কারণে প্রায় লুপ্ত হতে চলেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি।

এক সময় বিক্রয় ও বুননের কাজ করে পাটিকর পরিবারের লোকজন নিজেদের জীবিকা নির্বাহ করত। এখন বংশ পরম্পরায় হস্তজাত এই শিল্পটি কোনো রকম টিকে থাকলেও পরিবার চালানোর অবস্থান থেকে পুরোদস্তুর সরে গেছে।

সরকারের অসহযোগিতা, কাঁচামাল সঙ্কট ও বাজারে পাটির বিকল্প হিসেবে অত্যাধুনিক বস্তু বের হওয়ায় বাংলার ঐতিহ্য কৃষ্টির অন্যতম অংশ পাটি বুনন শিল্পটি ধীরে ধীরে হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামের পাটি বুনন শিল্পীরা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কদমতলী, চাঁনপুর, সোনাপুর, দুর্গাপুর ও ভীমখালী ইউনিয়নের কালীপুর গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবার আছে যারা হস্তজাত কুটির শিল্প অর্থাৎ শীতল পাটি বুনন ও বিক্রয়ের সাথে সরাসরি জড়িত। 

এটা তাদের আদি পেশা। সুপ্রাচীনকাল থেকেই তাদের পূর্বপুরুষরা এই পেশায় যুক্ত থেকে জীবিকা নির্বাহ করে এসেছেন। এখন বর্তমান পাটিকররা কোনো রকম তাদের ঐতিহ্যবাহী পেশাটিকে ধরে রেখেছেন। এখনও তাদের বাড়ি বাড়ি কম-বেশি পাটি বুনন করা হয়। 

চাঁনপুর গ্রামের পাটি শিল্পী সবিতা রানী কর বলেন, ‘পাটি তৈরিতে এখন লাভ নেই। যে মুরতা দিয়ে শীতল পাটি তৈরি করা হয় সেই মুরতা এখন আগের মতো পাওয়া যায় না। অনেক দূর থেকে বেশি দামে মুরতা এনে পাটি তৈরি ও বিক্রি করে পারিশ্রমিকও ঠিকমতো উঠে না। তাই ধীরে ধীরে কমে যাচ্ছে পাটির তৈরির কাজ।’

ষোলো গ্রামীণ কায়েস্থ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা নিশি রঞ্জন কর বলেন, ‘পাটি শিল্পে সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। নইলে ঐতিহ্যবাহী এই শিল্পটি একদিন বিলীন হয়ে যাবে। তাই হারিয়ে যাওয়া অবস্থান থেকে গ্রামীণ এই শিল্পটিকে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।’

সিলেট সমাচার
সিলেট সমাচার