ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৭

বয়সভিত্তিক দল নিয়ে মনোযোগী বাংলাদেশ ফুটবল ফেডারেশন

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ জুন ২০২১  

কমলাপুল স্টেডিয়ামের কার্যক্রম এই মাসের মধ্যে শেষ না হলে, ফুটবলারদের হোটেলে রেখে একাডেমির কার্যক্রম শুরু করবে বাফুফে। জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ফুটবলারদের নিয়ে শুরু হবে কার্যক্রম। একাডেমির দায়িত্বে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

সুনির্দিষ্ট পরিকল্পনা নিলে সফলতা পাওয়া যায়। এগিয়ে যাওয়ার পথটাও সহজ হয়। সাদ উদ্দিন, তপু বর্মণ, সোহল রানা, বিশ্বনাথরা জাতীয় দলে দাপট দেখাচ্ছেন। সম্ভব হয়েছে বাফুফের পূর্ব পরিকল্পনার কারণে।

বয়সভিত্তিক পর্যায়ে তাদের দেশের বাইরে ট্রেনিংয়ে পাঠিয়েছিল ফেডারেশন। সেই দলের বেশি ভাগ ফুটবলার এখন জাতীয় দলে নজর কাড়ছেন। পিছিয়ে পড়েও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়ার মানসিকতা তৈরী হয়েছে।

সেই পথে আবারো হাটতে যাচ্ছে বাংলাদেশ। তাই বয়সভিত্তিক দল নিয়ে মনোযোগী বাফুফে। একাডেমির কার্যক্রম শুরু করি করি করেও করা হচ্ছিল না। মূলত কমলাপুর স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্পকের কাজ শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না। সংস্কারের কাজটা করছে ক্রীড়া পরিষদ। তবে কাজ শেষ না হলেও, হোটেলে রেখে একামেডির কাজ এ বছর থেকে শুরু করতে চায় ফেডারেশন।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, ‘খেলোয়াড় তৈরির যে পরিকল্পনা আমরা করেছি তাতে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই করেছি। শিগগিরই ১৭-২০ বছরের খেলোয়াড় দিয়ে একাডেমী শুরু করার পরিকল্পনা আছে। ৪৪ জনকে নিয়ে প্রথম ক্যাম্প শুরু হবে।’

অনূর্ধ্ব-১৭ লেভেল নিয়ে শুরু হলেও, পর্যায়ক্রমে একাডেমিতে স্থান পাবে অন্যান্য বয়সভিত্তিক দলগুলো। শুধু দেশেই নয়, তাদের নিয়ে পরিকল্পনা রয়েছে কোরিয়া কিংবা জাপানে ট্রেইনিং করানোর। ক্যাম্পের দায়িত্বে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তার পরিকল্পনায় খেলোয়াড়দের সামগ্রিক উন্নয়নের।

এ প্রসঙ্গে পল স্মলি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা তাদের তুলে এনেছি। অনেকেই প্রফেশনাল ফুটবল সম্পর্কে খুব বেশি জানে না। তাদের সামগ্রিক উন্নয়ন করতে চাই আমরা। মাঠের পারফরম্যান্সে কিংবা টেকনিক্যাল দিক উন্নয়নের সাথে মানসিক ভাবে পরিপক্ক করে তোলার আলাদ পরিকল্পনা রয়েছে। তবে সবার সহযোগিতা এবং বাফুফের পরিকল্পনায় অটল থাকতে হবে।’

তবে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হলে একাডেমির কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে মনে করেন তারা।

সিলেট সমাচার
সিলেট সমাচার