ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৪৬

বার্সেলোনাকে লিভারপুলের ‘অদ্ভুত’ শর্ত

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

বছরখানেক আগে কত কাণ্ড করে লিভারপুল থেকে বার্সেলোনাতে নাম লেখালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। সব মিলিয়ে কুতিনহোকে দলে আনার জন্য লিভারপুলকে ১৪৬ মিলিয়ন পাউন্ড দিয়েছে বার্সেলোনা। কিন্তু শুধু ১৪৬ মিলিয়ন পাউন্ড দিয়েই কি পার পেয়েছে বার্সেলোনা?

হাভিয়ের মাচেরানো, লুইস সুয়ারেজ, ফিলিপ কুতিনহো— শুধুমাত্র গত দশ বছরেই তিন-তিনবার লিভারপুলের গুরুত্বপূর্ণ তিনজন খেলোয়াড়কে কিনে নিয়েছে বার্সেলোনা। প্রত্যেকবারই দলবদলের সময় প্রচণ্ড নাটকীয়তার মাধ্যমে একেকজন বার্সায় যোগ দিয়েছেন।

তিনজনকেই নাকি অনিচ্ছা থাকা সত্ত্বেও ছাড়তে বাধ্য হয়েছিল লিভারপুল। কুতিনহো গত মৌসুমের মাঝখানে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যাওয়ার সময়ই লিভারপুল তাঁর চুক্তিতে অদ্ভুত একটা শর্ত জুড়ে দিয়েছিল। সেটি প্রকাশ করেছেন টাইমস সাংবাদিক পল জয়েস।

কী ছিল সে শর্তে? জয়েস জানিয়েছেন, শর্তের মূলটা ছিল আগামী ২০২০ পর্যন্তু বার্সেলোনা লিভারপুলের কোনো খেলোয়াড়তে নিয়ে টানাটানি করতে পারবে না। এর পরেও যদি বার্সা লিভারপুলের কাছ থেকে কোনো খেলোয়াড় কিনতে চায়, তাহলে মূল দামের সঙ্গে আরও ১০০ মিলিয়ন ইউরো যোগ করে তবেই সে খেলোয়াড়কে কিনতে হবে।
গত দুই বছর ধরেই বার্সেলোনায় ‘যাচ্ছি’, ‘যাব’ করছিলেন কুতিনহো। 

আন্দ্রেস ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে কুতিনহোকে চেয়েছিল বার্সেলোনা, দুই বছর ধরে এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু গত বছর নেইমার হুট করে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পরেই বার্সেলোনা কুতিনহোকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। কুতিনহোও বার্সেলোনায় যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপকে জানিয়ে দেন, লিভারপুলে আর মন বসছে না তাঁর। 

সে দলবদলের সময়ে কুতিনহোকে কোন রকম আটকে রাখতে পারলেও ছয় মাস পর শীতকালীন দলবদলের সময় আর তাকে আটকে রাখতে পারেনি লিভারপুল। ২০১৮ সালের জানুয়ারিতে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন তিনি। মেসি-বুসকেটস-সুয়ারেজদের সঙ্গে কুতিনহোও এখন বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই পুরো দলবদলের সময়টায় অনেক হ্যাপা সহ্য করতে হয় লিভারপুলকে। এই জন্যই বুঝি বার্সেলোনার ওপর ত্যক্তবিরক্ত হয়ে এই শর্ত জুড়ে দিয়েছেন এডওয়ার্ডস!

শুধু কুতিনহো নয়, গত কয়েক বছরে লিভারপুল থেকে সরাসরি বার্সেলোনাতে নাম লিখিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ, আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানোর মত তারকাও। যাওয়ার সম্ভাবনা ছিল ড্যানিশ সেন্টারব্যাক ড্যানিয়েল আগারেরও। প্রত্যেকেই যথেষ্ট নাটকীয়তা করেই বার্সেলোনায় গিয়েছেন। তাই লিভারপুলে বিরক্ত হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়!

শোনা যাচ্ছিল, রবার্তো ফিরমিনো, মোহামেদ সালাহ এর মতো খেলোয়াড়কে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী হতে পারে বার্সেলোনা। তবে কুতিনহোর চুক্তির এই শর্ত ফাঁস হয়ে যাওয়ায় বোঝা যাচ্ছে লিভারপুল থেকে অন্তত দুই মৌসুম কোনো তারকাই বার্সায় যোগ দিচ্ছেন না!

সিলেট সমাচার
সিলেট সমাচার