ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৫৪

মানসিকভাবে পিছিয়ে থাকবে উইন্ডিজ : মুমিনুল

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আবারও সরগরম ক্রিকেট পাড়া। ১০ মাস পর আবারও লাল-সবুজ জার্সি গায়ে খেলতে নামবে টাইগাররা। তা নিয়ে রোমাঞ্চের কোনো কমতি নেই। শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ থেকে ঘরের মাটিতে অবশ্যই এগিয়ে বাংলাদেশ। বিগত সিরিজগুলোই যার প্রমাণ। তাছাড়া সম্প্রতি টানা কয়েকটি সিরিজ হারায় ক্যারিবিয়ানরা মানসিকভাবে আরও পিছিয়ে থাকবে বলে মনে করছেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

করোনা পরবর্তী ইংল্যান্ড-নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দুই সফরের সিরিজ হারের পাশাপাশি যোগ হয়েছে টানা জৈবিক সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তি। তাই হতাশায় ক্যারিবিয়ানরা এই সিরিজে বাড়তি চাপ অনুভব করতে পারে। তবে তাই বলে তাদের হালকাভাবে নিচ্ছেন না টাইগার অধিনায়ক।

সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘ওরা টানা সিরিজ হেরে আসছে এর মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে আপনার পুরো চেষ্টা দিয়েই খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে। তবে এর মানে এই না যে ওদের আপনি ছেড়ে দেবেন।’

বাংলাদেশের মতোই এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসানও। যদিও দেশসেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তন টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ ভালো কাটেনি। চ্যাম্পিয়ন দল জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১১০ রান ও ৬ উইকেট নেন তিনি। তবে মুমিনুলের কাছে সাকিবকে ফের দলে পাওয়াটাই যেন স্বস্তির।

তিনি বলেন, ‘অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব থাকবে দলে, ভালো ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন ক্রিকেটার।’

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুমিনুল। দুবাইতে অস্ত্রোপচার করাতে হয় হাতের আঙুলে। চার দিনের প্রস্তুতি ম্যাচ দিয়েই ফেরার জন্য চালিয়ে যাচ্ছেন পুনর্বাসন প্রক্রিয়া। নিজের ইনজুরি প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমার পুনর্বাসন চলছে। প্রস্তুতি ম্যাচ আছে টেস্ট সিরিজের আগে। আশা করছি ঐ প্রস্তুতি ম্যাচে খেলতে পারব।’

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলে এরপর আগামী ২০, ২২ জানুয়ারি মিরপুর এবং ২৫ জানুয়ারি চট্টগ্রামে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি। তার আগে ২৮-৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।

সিলেট সমাচার
সিলেট সমাচার