ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫২০৪

তারুণ্য আর শিল্পের লড়াইয়ে এগিয়ে কারা?

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

গ্রুপ পর্ব, রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল শেষ করে ইউরো কাপের লড়াই এখন সেমিফাইনালের। আর মাত্র তিন ম্যাচ এরপর জানা যাবে কে হবে চলতি আসরের শিরোপা জয়ী।

বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে সেমিতে এসেছে স্প্যানিশরা। তারুণ্য নির্ভর স্পেন এবার আসরের শিরোপার অন্যতম দাবিদার হলেও বেশ শক্তিশালী দল ফ্রান্স।

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ রেকর্ড

 

স্পেন ও ফ্রান্স নিজেদের মধ্যে পাঁচটি ইউরো জিতেছে। রেকর্ড চতুর্থ শিরোপার সামনে স্পেন। স্প্যানিশ এবং জার্মানদের সমান তিন শিরোপা জয়ের পথে ফরাসিরা।

পরিসংখ্যান

 

ম্যাচ: ৩৬

স্পেন: ১৬

ফ্রান্স: ১৩

ড্র: ৭

 

ম্যাচ শুরু সময়

জার্মান সময় ৯ জুলাই রাত ৯টায় শুরু হবে স্পেন-ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল। তবে টাইম জোনের কারণে মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১টা শুরু হবে ম্যাচটি।

যেভাবে দেখবেন

 

ইউরো স্পেন-ফ্রান্স ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কের প্রায় সবগুলো চ্যানেলে। সনি লাইভ অ্যাপেও দেখা যাবে এ ম্যাচ। এ ছাড়া বাংলাদেশের ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে এ ম্যাচ।

দুই দলের সম্ভাব্য একাদশ

 

নতুন এক রেকর্ড ডাকছে কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। এখন পর্যন্ত এবারের ইউরোতে স্পেন একমাত্র দল যারা ৫ ম্যাচে জয় পেয়েছে। এর আগে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনো দলের টানা ছয় ম্যাচের জয়ের রেকর্ড নেই।

আক্রমণভাগে নজর থাকবে ফাবিয়ান রুইজ ও দানি ওলমো দিকে। দু’জনেই গোল করেছেন দুটি করে। তবে আর্কষণের কেন্দ্রে লামিনে ইয়ামাল। জার্মানির শ্রম আইনের কারণে পুরো সময়ে খেলতে না পারলেও উইং দিয়ে আক্রমণ করার ক্ষেত্রে নজর কেড়েছেন ১৬ বছর বয়সী বার্সা তারকা।

রক্ষণে ভরসার বড় নাম জেসুস নাভাস। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে একাদশে থাকবেন না রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক দানি কারভাজাল এবং রবিন লে নরম্যান্ড। ইনজুরির কারণে নেই পেদ্রিও।

অন্যদিকে গোল খরায় ভুগছে ফ্রান্স। স্পেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে-গ্রিজম্যানরা ছন্দে না ফিরলে ভুগতে হবে ফরাসি শিবিরকে। পুরো আসরে ফ্রান্স দলের একমাত্র গোলদাতা এমবাপ্পে। তাও আবার পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে। ফরাসিদের বাকি দুটি জয় এসেছে আত্মঘাতী গোলে। মাঝমাঠে গ্রিজম্যানের সঙ্গে নজরে থাকবেন চুয়ামেনি। রক্ষণে বার্সা তারকার কুন্দের উপর বড় ভরসা ফ্রান্স কোচের।

স্পেন (৪-৩-৩): উনাই সাইমন, নাভাস, নাচো, লাপোর্তে, কুকুরেলা; ওলমো, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, মোরাতা ও উইলিয়ামস জুনিয়র।

ফ্রান্স (৪-৪-২): মেগানান, কুন্দে, সালিবা, উপমেকান, হার্নান্দেজ; কান্তে, চৌয়ামেনি, কামাভিঙ্গা, গ্রিজম্যান, কোলো মুয়ানি ও এমবাপ্পে।

সিলেট সমাচার
সিলেট সমাচার