ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৫৯

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ : প্রত্যাশিত জয়ে এগিয়ে বাংলাদেশ

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ মে ২০২৪  

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের ব্যবধানে।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১২৪ রান জমা করে জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশের ইনিংসে বেশ কয়েকবার হানা দেয় বৃষ্টি। তবুও শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।


সহজ টার্গেটের সামনে শুরুটা অবশ্য ভাল হয়নি বাংলাদেশের। দ্রুতই ফিরে যান ওপেনার লিটন দাস। ৩ বলের ইনিংসে ১ রান করে বিদায় নেন লিটন।

তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন এই ফরম্যাটে অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলের জুটিতে ৫২ রান যোগ করেন এই দুজনে। এই জুটির সময়ই বৃষ্টি হানা দেয় দু দুবার। পরে বৃষ্টি থামলেও থামেননি তানজিদ।


শান্ত ২৪ বলে ২১ রান করে লুক জঙ্গইয়ুর বলে আউট হয়ে গেলেও প্রয়োজনের সঙ্গে তাল রেখেই দলকে এগিয়ে নেন তিনি। বাঁহাতি এই ওপেনার হাফসেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৬ বলে। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তামিম। তার ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কার মার। অপর অপরাজিত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ১৮ বলে ৫ চার ও ১ ছক্কার করেন ৩৩ রান।


এর আগে টস জিতে বোলারদের উপর আস্থা রাখলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর প্রতিদানও দিলেন স্বাগতিক বোলাররা। দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফউদ্দিনের সঙ্গে শেখ মাহদী হাসানের ঘূর্ণিবিষে বেশিদূর এগোতে পারেনি সফরকারী জিম্বাবুয়ে। ইনিংসের শেষ বলে অলআউটের আগে ১২৪ রানেই থামে তাদের ইনিংস।


একটা পর্যায়ে সফরকারীরা শতরানের নাগাল পাবে কিনা তা নিয়ে দেখা দেয় সংশয়। তাদের স্কোরবোর্ডে ছিল ৪১/৭। এই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন ক্লাইব মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। অষ্টম উইকেটে ৬৫ বলের জুটিতে ৭৫ রান যোগ করেন এই দুজনে। মাদান্দাকে সরাসরি বোল্ড করে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন তাসকিন। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন মাদান্দা।


এরপর অল্পতেই ভেঙে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যান মাসাকাদজা। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারসেরা ৩৪ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ও সাইফউদ্দিন নেন তিনটি করে উইকেট। শেখ মাহেদীর শিকার ২ উইকেট। তিন জনই ছিলেন ভীষণ মিতব্যয়ী। ‍৪ ওভারে মাত্র ১৪ রান দেন তাসকিন। সমান ওভারে সাইফউদ্দিনের খরচ ১৫ রান। আর ৪ ওভারে মাহেদী দেন ১৬ রান।


এই ত্রয়ী ছাড়া অবশ্য স্বাগতিক দলের বাকি দুই বোলারের উপর বেশ আধিপত্য দেখান সফরকারী ব্যাটাররা। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে কোন উইকেট পাননি শরিফুল ইসলাম। আর ৪ ওভারে একই সমান রান দিয়ে উইকেটশূন্য থাকেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে এই দুজনের ব্যর্থতা ঢেকে দেন স্বাগতিক দলের বাকি তিন বোলার।


সংক্ষিপ্ত স্কোর
 

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১২৪/১০ (ক্লাইব মাদান্দে ৪৩, ওয়েলিংটন মাসাকাদজা ৩৪, জয়লর্ড গাম্বি ১৭; তাসকিন আজমেদ ৩/১৪, মোহাম্মদ সাইফউদ্দিন ৩/১৫, শেখ মাহেদী ২/১৬)।

 

বাংলাদেশ : ১৫.২ ওভারে ১২৬/২ (তানজিদ হাসান তামিম ৬৭*, তাওহিদ হৃদয় ৩৩*, নাজমুল হোসেন শান্ত ২১; লুক জঙ্গুই ১/১৪, ওয়ালিংটন মাসাকাদজা ১/৩১)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তাসকিন আহমেদ।

সিলেট সমাচার
সিলেট সমাচার