ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৯৮

তামীমের সঙ্গে আলোচনায় আগ্রহী পাপন, দেশে ফিরলে আলোচনা।

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪  

 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সম্ভব কি না, এটা বোঝার জন্য আগে ওনাদের সঙ্গে বসতে হবে। তামিমের সঙ্গে বসাটা বড়ই জরুরি। সে জন্য বলেছি, আগে তামিমের পরিকল্পনা শোনার জন্য। তার পরিকল্পনা জানলে আমরা সামনে অগ্রসর হতে পারব।’

এর আগে বিসিবি সভাপতি ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস ও বোর্ডের জ্যেষ্ঠ পরিচালক এনায়েত হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন, তামিমের কাছ থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানার। কিন্তু বিপিএলের ব্যস্ততা ও বিপিএলের পর তামিম দেশের বাইরে চলে যাওয়ায় সেটি এখনও সম্ভব হয়নি। আজ–কালের মধ্যে তামিমের দেশে ফেরার কথা। এরপরই হতে পারে সেই আলোচনা।

তবে বিসিবি সভাপতি একটা বিষয় আজই পরিষ্কার করে দিয়েছেন। তামিম–হাথুরুসিংহে সমস্যার সমাধানে অন্তত হাথুরুসিংহের কাছ থেকে তাঁদের আলাদা করে কিছু জানার নেই, ‘কোচের কথা যদি বলেন, তাঁর সঙ্গে আলাদা করে বসার কিছু আমি দেখছি না। তামিম যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। এ ব্যাপারে আবার কোচকে জিজ্ঞেস করার কী আছে?’

এরপরই যোগ করেন, ‘দল নির্বাচন, যেটা বোর্ডের একটা নির্বাচক কমিটি আছে, এটার দায়িত্ব ওদের। একাদশে কারা থাকবে, সেটা আবার তারা ঠিক করে না। সেটা মূলত অধিনায়কের সিদ্ধান্ত, সঙ্গে কোচেরও গুরুত্বপূর্ণ মতামত থাকে। কোচ কে হবে, নির্বাচক কে হবে, অধিনায়ক কে হবে, এগুলো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। এখানে অন্য কে কী বলল, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, কিন্তু ওটাই করতে হবে এমন কোনো কথা নেই। সিদ্ধান্ত বোর্ডের।’


প্রসঙ্গক্রমে বিসিবি সভাপতি কথা বলেছেন গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে তামিমের অবসর প্রসঙ্গেও। তামিম কেন সেদিন অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেটাই নাকি এখনো জানেন না তিনি! ‘তামিম যে একটা সিরিজের মাঝখানে একটা ম্যাচ খেলে খেলা ছেড়ে দিল, ওটা যে কেন ছেড়েছে, ওটাই এখনো জানি না। প্রথম সমস্যাই যদি আমরা না জানি, তারপর কী হলো না হলো এগুলোর সমাধান দিতে পারব না। ওটা আগে জানা দরকার। ওর (তামিম) কথাগুলো শোনা দরকার। কেন সে খেলা ছেড়ে দিয়েছিল? এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল’—বলেছেন নাজমুল হাসান।

তামিমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতির মন্তব্য, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক, এটা আমি মনে করি। কিন্তু আমি একা মনে করলে তো হবে না।’

সংবাদ সম্মেলনে প্রশ্ন হয়েছে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বিশেষ কমিটির প্রতিবেদন নিয়েও। প্রতিবেদনে বিসিবির দুইজন পরিচালকের বিপক্ষে খেলোয়াড়দের অভিযোগের প্রসঙ্গটি উড়িয়ে দেন বিসিবি সভাপতি। কোটের পকেট থেকে তিন পৃষ্ঠার প্রতিবেদনটি বের করে সবাইকে দেখিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই রিপোর্টই আমাকে দেওয়া হয়েছে। এখানে কোনো পরিচালক তো দূরে থাক, কারও বিরুদ্ধে একটা শব্দও নেই। আজ আমি জালাল ভাই (ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস), খালেদ মাহমুদ সুজন এবং আরও কয়েকজনকে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। তারাও দেখেছে এতে এরকম কিছু নেই।’

গত বছর নাজমুল হাসানের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল
গত বছর নাজমুল হাসানের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবালপ্রথম আলো
বিশেষ কমিটির রিপোর্টটি পরে সব পরিচালককেই দেওয়া হয়েছে বলে জানান তিনি। নাজমুল হাসান বলেন, ‘কমিটি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তাদের কিছু ফাইন্ডিংস এবং সুপারিশ আমাদের দিয়েছে। সেখানে এমন কোনো তথ্য নেই, যেটা আমরা জানি না বা আপনারা জানেন না। কেন পারফরম্যান্স খারাপ হতে পারে, সবাই জানেন। সুপারিশ অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার